সেই ফুটবলারদের উদ্ধার অভিযানে যুক্ত হচ্ছে মিনি সাবমেরিন! (ভিডিও)

0
444

ম্যাগপাই নিউজ ডেস্ক : থাইল্যান্ডের গুহায় আটকে পড়ার কিশোর ফুটবল দলের উদ্ধার অভিযান এখনও শেষ হয়নি। আশা করা হচ্ছিল, আজ সোমবার সকালেই বাকিদের উদ্ধার করা সম্ভব হবে। কিন্তু বৈরী আবহাওয়ায় তাদের উদ্ধারকাজ ঠিকমতো হচ্ছে না। আর সে কারণেই বিপর্যয় মোকাবিলা দল এবার উদ্ধার অভিযানে ব্যবহার করতে পারে এক বিশেষ সাবমেরিন।

এ ব্যাপারে টাইম ম্যাগাজিনের খবর, মাস্ক বোরিং কোম্পানির এক মুখপাত্র জানিয়েছেন, ছোট্ট এই সাবমেরিনটিকে ‘কিড-সাইজ সাবমেরিন’ বলা যায়। সরু জায়গার মধ্য দিয়ে যা চলতে পারে। লস অ্যাঞ্জেলসের একটি সুইমিং পুলে সেটি পরীক্ষা করেও দেখা হয়েছে।

এছাড়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকারী দল এই বিশেষ সাবমেরিন চেয়ে পাঠিয়েছে। যদি কাজে লাগানো যায় তবে শিশুদের উদ্ধার করবে এই খুদে সাবমেরিন।

সূত্র: টাইম ম্যাগাজিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here