বেনাপোল খুলনা কমিউটার ট্রেন বেসরকারীখাতে লীজ দেয়ার চক্রান্ত

0
671

আশানুর রহমান আশা, বেনাপোল : বন্দর নগরী বেনাপোলের সাথে বিভাগীয় শহর খুলনার মধ্যে চলাচলকারী লাভ জনক খুলনা বেনাপোল কমিউটার ট্রেনটি বেসরকারী খাতে লীজ দেয়ার চক্রন্ত চলছে।বাংলাদেশ রেলওয়ের একজন উর্ধতন অবসরপ্রাপ্ত কর্মকর্তা কমিউটার ট্রেনটি বেসরকারী খাতে লীজ দেয়ার জন্য রেলের মহাপরিচালকের দপ্তরে দেনদরবার করছেন বলে জানা গেছে।দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের দাবীর প্রেক্ষিতে আওয়ামীলীগ সরকার প্রথমবার ক্ষমতায় আসার সাথে সাথেই বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রি শেখ হাসিনার উদ্যোগে খুলনা বেনাপোল কমিউটার ট্রেন চালু হয়। কিছু দিন পরে রেলের কতিপয় অসাধু কর্মকর্তা এই ট্রেনটিকে বেসরকারী খাতে লীজ দেয়।যার পরিপ্রেক্ষিতে যাত্রীরা সঠিক সেবা থেকে বঞ্চিত হয়। চোরাকারবারী টানাবাজদের দক্ষলে চলে যায় কমিউটার ট্রেনটি। সাধারণ মানুষের দাবীতে আবারো কমিউটার ট্রেনটি সরকারী ব্যবস্থাপনায় চলাচল করছে। কিন্তু রেলওয়ের কতিপয় অসাধু উর্ধতন কর্মকর্তা নিজেদের পকেটভারী করার জন্য লাভ জনক এই খুলনা বেনাপোল কমিউটার ট্রেনটি পুনরায় বেসরকারীখাতে লীজ দেয়ার পায়তারা করছে।সরেজমিনে বেনাপোল খুলনা কমিউটার ট্রেনে ভ্রমন করে দেখা যায়, সকাল ৬ টায় ট্রেনটি খুলনা ষ্টেশন ত্যাগ করে দৌলতপুর,নওয়াপাড়া,সিঙ্গীয়া,যশোর,ঝিকরগাছা,নাভারণ ষ্টেশন পার হয়ে সকাল সাড়ে ৮ টায় বেনাপোল পৌছায়। এ সব ষ্টেশনের বেশীর ভাগ যাত্রীরা ভারতে যায়।পরবর্তীতে সকাল ৯ টায় বেনাপোল ষ্টেশন ত্যাগ করে বেলা ১১ টা ৪৫ মিনিটে খুলনা পৌছায়।এই ট্রেন আবার দুপুর বারোটায় খুলনা ষ্টেশন ত্যাগ করে ৬টি নির্ধারিত ষ্টেশন থেকে যাত্রী ওঠা নামা করিয়ে দুপুর ২ টা ৩০ মিনিটে বেনাপোল পৌছায়।পুনরায় কমিউটার ট্রেনটি বিকাল ৩ টা ৩০ মিনিটে খুলনার উদ্দ্যেশে বেনাপোল ত্যাগ করে।সব ষ্টেশনে কম বেশী যাত্রীর ভিড় লক্ষ্য করা যায়। খুলনা থেকে বেনাপোল আসতে বাসে সময় লাগে ৩ থেকে সাড়ে ৩ ঘন্টা। ভাড়ার পরিমাণ ১ শত ৫০ টাকা। সেক্ষেত্রে কমিউটার ট্রেনে খুলনা থেকে বেনাপোল আসতে সময় লাগে আড়াই ঘন্টা আর ভাড়া মাত্র ৪৫ টাকা। এ কারণে খুলনা থেকে জেলা শহর যশোরসহ ভারতে যাতায়াতকারী যাত্রীরা বাসের চেয়ে কম খরচে ট্রেনে যাতায়াত করে থাকে। বিজিবি পুলিশ এবং ভ্রাম্যমান টিকিট পরিদর্শকদের কড়াকড়ির কারণে বর্তমানে ট্রেনে পূর্বের মত চোরাচালানীরা যাতায়াত করতে পারে না। ফলে অন্যান্য যাত্রীরা স্বাছন্দে ও নিরাপদে তাদের গন্তব্যে যাতায়াত করে থাকেন। পূর্বের তুলনায় কমিউটার ট্রেন থেকে সরকারী কোষাগারে বেশী অর্থ জমা হচ্ছে। বর্তমানে গড়ে প্রতি মাসে এ ট্রেন থেকে ৩৭ লাখ টাকা টাকা আয় করছে বাংলাদেশ রেলওয়ে।গত বছরের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের একদিনের হিসাব অনুযায়ী দেখা যায় এ ট্রেন থেকে ২২ ডিসেম্ব খুলনা ষ্টেশনে আয় হয়েছে ২৬ হাজার ৯ শত ৮০ টাকা।২৯ ডিসেম্বর দৌলতপুর থেকে ১০ হাজার ৫৫ হাজার টাকা,৩০ ডিসেম্বর নওয়াপাড়া থেকে ৮ হাজার ৯ শত ৮০ টাকা, ২১ ডিসেম্বর সিঙ্গিয়া থেকে৩ হাজার ২ শত ৩০ টাকা,৩০ ডিসেম্বর যশোর থেকে ১৪ হাজার ৫ শত ৩০ টাকা, ২৯ ডিসেম্বর নাভারণ থেকে ৮ হাজার ৪ শত ৭০ টাকা এবং ৩০ ডিসেম্বর বেনাপোল থেকে ৩৮ হাজার ৮ শত ৭০ টাকা। এছাড়া ৩০ ডিসেম্বর টি,টি,ই ক্যাশ ৫ হাজার ৫ শত ৮০ টাকা, টিসি ক্যাশ ২ হাজার ১ শ ৭০ টাকা। এ হিসাবে প্রতি মাসে গড়ে বেনাপোল খুলনা কমিউটার ট্রেন থেকে সরকারের আয় হয় ৩৫ লাখ টাকার বেশী। অথচ লাভ জনক এই ট্রেনটিকে রেলের কতিপয় অসাধু কর্মকর্তা বেসরকারী খাতে লীজ দেয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বেনাপোল খুলনা কমিউটার ট্রেনটি বেসরকারীখাতে লীজ দেয়া হচ্ছে কিনা এ ব্যপারে পাকশীতে কর্মরত চীফ কমার্শিয়াল ম্যানেজার তিনি বলেন বেনাপোল খুলনা কমিউটার ট্রেনটি বেসরকারী খাতে লীজ দেয়া হলে এই ট্রেনে যাতায়াতকারী যাত্রীরা বয়াবহ ভোগান্তির শিকার হবেন। আর এ সুযোগে চোরাচালানী পূর্বের মত তাদের আধিপত্য বিস্তার করবে।তাই লাভ জনক খুলনা বেনাপোল কমিউটার ট্রেনটি যাতে বেসরকারী খাতে লীজ দেয়া না হয় তার জন্য রেলমন্ত্রী ও রেলের মহাপরিচালকের সদয় দৃষ্টি কামনা করেছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here