“বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিভিন্ন মেয়াদে জেল খেটে ফেরত আসল ৫ জন কিশোর কিশোরী”

0
443

নিজস্ব প্রতিবেদক : অবৈধপথে বাংলাদেশ সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে সে দেশের পুলিশের কাছে ধরা পড়ে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরল ৪ কিশোরী সহ ১ কিশোর।

বুধবার বেলা ৩ টার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে এদের হস্তান্তর করেন।

ফেরত আসারা হলোঃ- বরিশাল জেলার ধিরেন দাসের মেয়ে অনিমা দাস (১৮) পিরোজপুর জেলার আব্দুল হকের মেয়ে রুমা খাতুন (১৭) বাগেরহাট জেলার আব্দুল গফফারের মেয়ে মমতাজ খাতুন (১৮) দিনাজপুর জেলার ফিলিপস কিসকুর ছেলে পাতরু কিসকু (১৭)।

বেনাপোল ইমিগ্রেশন ওসি তরিকুল ইসলাম বলেন, ভালো কাজের আসায় অবৈধপথে ভারত যেয়ে সে দেশের বিভিন্ন বাসবাড়ি কাজ করার সময় পুলিশের কাছে এরা ধরা পড়ে। পরে আদালতের মাধ্যমে এরা সুকন্যা নামে একটি শেল্টার হোমে থাকে। এরা ১ বছর থেকে ২ বছর পর্যান্ত হোমে থেকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত আসে।
ফেরত আসাদের যশোর মহিলা আইনজিবী সমিতি গ্রহন করেছেন।

তারা বলেন বেনাপোল পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষ করে তাদের যশোর নেওয়া হবে। এরপর তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করে তাদের হাতে তুলে দেওয়া হবে।

বেনাপোল পোর্ট থানার এসআই সুজিত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here