যশোর কোতয়ালি পুলিশ ও মাদকদ্রব্য বিভাগের হাতে ৫৪০পিস ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ৩

0
435

বিশেষ প্রতিনিধি : কোতয়ালি মডেল থানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জেলা কার্যালয়ের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৫শ’ ৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় তিন মাদক বহনকারীকে গ্রেফতার দেখিয়েছে। এরা হচ্ছে,শহরের টালী খোলা মোড়স্থ পালবাড়ী রয়েল কমিউনিটি সেন্টারের কর্মচারী মৃত মহারাজ শেখের ছেলে সুমন শেখ,সদর উপজেলার মধু গ্রাম দক্ষিণ পাড়ার মৃত আনসার আলী বিশ্বাসের ছেলে মেহেদী হাসান ও কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কাটাখালী ( ১নং ওয়ার্ড) আবুল কাশেমের ছেলে সোনা মিয়া ওরফে বাবু।
কোতয়ালি মডেল থানার এএসআই ইকবাল মাহমুদ মঙ্গলবার রাত সোয়া ১০ টায় শহরের মনিহার সিনেমা হলের সামনে থেকে সোনা মিয়া ওরফে বাবুকে গ্রেফতার করে। পরে তার পরনের লুঙ্গীর ডান কোচরে রাখা ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করে। সোনা মিয়া ওরফে বাবু জানান,সে যশোর খোলাডাঙ্গা গ্রামের সবুজের কাছে দেড় লাখ টাকা পেত। বাবু ভারত থেকে থ্রীপিচসহ বিভিন্ন মালামাল ক্রয় করে দেওয়ার কথা বলে উক্ত টাকা নেয়। ভারতীয় কাপড় চোপড় না দিয়ে নানা তালবাহনা করার এক পর্যায় ভারতীয় কাপড় দেওয়ার কথা বলে আসতে বলে। পরে পুলিশ দিয়ে বাবুকে ধরিয়ে দেয়। পুলিশ ধারণা করছে,বাবু টেকনাফ থেকে ইয়াবার চালান নিয়ে যশোর আসছে ইতিপূর্বে। ইয়াবার চালান নিয়ে আসার পর পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে।অপর দিকে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জেলা কার্যালয়ের সদস্যরা মঙ্গলবার সকাল সোয়া ১১ টায় শহরের টালী খোলা মোড়স্থ সুমন শেখের বাড়িতে অভিযান চালিয়ে ১৫পিস ইয়াবাসহ সুমনকে গ্রেফতার করে। উক্ত টিম দুপুর ১ টায় সদর উপজেলার মধুগ্রামের মেহেদী হাসানের বাড়িতে অভিযান চালিয়ে ২৫পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here