বেনাপোল দিয়ে দেশে ফিরল ১০ বাংলাদেশী নারী

0
375

আশানুর রহমান আশা, বেনাপোল : মিথ্যা প্রলোভনে পড়ে ভারতে পাচার হওয়া ১০ নারীকে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

ফেরত আসা নারীরা হলো-সোহাগী (২৩), পারুল আক্তার (৩০), র্ঝনা খাতুন (৩০),সহিরন খাতুন (২৬), রাশেদা বেগম (২৮),আলেয়া বেগম (২৬),নার্গিস আক্তার (২৫),শ্যামলী (২০), দেবী মন্ডল (২২),নবনিতা নারী (৩০)।
রোববার (০৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদেরকে গ্রহণ করেছে এবং পরিবারের কাছে পৌঁছে দেবেন।

বেনাপোল ইমিগ্রেশনের উপ-পরির্দশক (এসআই) ফজলুর রহমান জানান, মিথ্যা প্রলোভন দেখিয়ে ভালো কাজের কথা বলে দালালরা তাদের ভারতে নিয়ে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের মুম্বাই পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। সেখান থেকে একটি এনজিও সংস্থা ছাড়িয়ে নিয়ে নিজেদের আশ্রয়ে রাখে তাদেরেকে। পরে দুই দেশের স্বরাষ্ট্র-মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তাদের ফেরত আনা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here