যশোরে যৌতুকের কারণে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মামলা

0
363

বিশেষ প্রতিনিধি : যৌতুকের দাবিতে যশোর সদর উপজেলা কচুয়া ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামে গৃহবধূ জুলিয়া খাতুন (২২)কে হত্যার অভিযোগে যৌতুল লোভী স্বামী শাশুরী ও শ্বশুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহত গৃহবধূর মাতা যশোর সদর উপজেলার দেয়াপাড়া গ্রামের মশিউল রাহমান মোড়লের স্ত্রী দোলন খাতুন বাদি হয়ে শুক্রবার মামলাটি দায়ের করেন। মামলার আসামী করা হয়েছে,সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের হায়দার আলীর ছেলে জামাতা গোলাম রসুল,তার মাতা মমতাজ বেগম ও পিতা হায়দার আলীসহ অজ্ঞাতনামা ২/৩জন।
দোলন খাতুন তার দায়েরকৃত এজাহারে বলেছেন,তার মেয়ে জুলিয়া খাতুনের সাথে গোলাম রসুলের সাথে ৪ বছর পূর্বে তার মেয়ে জুলিয়া খাতুনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের কারনে জুলিয়া খাতুনের উপর নির্যাতন শুরু হলে মেয়ের সুখের কথা চিন্তা করে জামাতাকে নগদ ৫০ হাজার টাকা ও ৫৫ হাজার টাকার আসবাবপত্র প্রদান করা হয়। এরপরও গোলাম রসুল ১লাখ টাকা যৌতুক দাবি করে জুলিয়া খাতুনের উপর নির্যাতন শুরু করে। গত ৩০ আগষ্ট রাত ৯ টা হতে পরের দিন ভোর সাড়ে ৪ টা পর্যন্ত জুলিয়া খাতুনকে জামাতা গোলাম রসুল ও তার মা বাবা নির্যাতনের এক পর্যায় শ্বাসরোধ করে হত্যা করে। গোলাম রসুলের চাচা বাচ্চু মোল্যা জুলিয়া খাতুনের মৃত্যুর সংবাদ দোলন খাতুনকে দেয়। মেয়ের মৃত্যুর সংবাদ শুনে হোগলাডাঙ্গা গ্রামের ছুটে আসেন। ওই গ্রামের এসে জানতে পারেন যৌতুকের কারনে তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here