বেনাপোল পুটখালী সীমান্তে ২ কেজি স্বর্নের বারসহ পাচারকারী আটক

0
445

রাশেদুজামান (রাসেল )বেনাপোল থেকে : যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে দুই কেজি ওজনের ১৭টি স্বর্নের বারসহ শাহাবুদ্দিন সরদার (৩০)নামে একজন স্বর্ন পাচারকারীকে আটক করেছে ২১বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।আটক শাহাবুদ্দিন সরদার পুটখালি গ্রামের উত্তর পাড়ার মোবারক সরদারের ছেলে।

মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর২টার দিকে পুটখালির মসজিদ বাড়ি বিজিবি পোষ্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন স্বর্ন পাচারকারী স্বর্নের একটি চালান নিয়ে বেনাপোল বাজার থেকে পুটখালি সীমান্তের দিকে যাচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে পুটখালি বিজিবি ক্যাম্পের একটি টহল দল পুটখালির মসজিদ বাড়ি পোষ্ট এলাকায় অভিযান চালিয়ে শাহাবুদ্দিন নামে একজন স্বর্ন পাচারকারীকে একটি পালসার মোটরসাইকেলসহ আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে মোটর সাইকেলে তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১৭ টি স্বর্নের বার পাওয়া যায়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নর অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার ও উপ অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহম্মদ ১৭টি স্বর্নের বারসহ শাহাবুদ্দিন নামে একজন স্বর্ন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here