বেনাপোল বন্দরের ট্রাক টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ড

0
513

আশানুর রহমান আশা, বেনাপোল : বেনাপোল স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বন্দরের ভারতীয় ট্রাক টার্মিনালে আগুন লাগার পর প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। রবিবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট অংশ নেয়। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ভোর ৪টার দিকে ভারতীয় একটি কেমিকেলবোঝাই ট্রাক থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন ছড়িয়ে পড়ে অন্য ট্রাকে। এতে আমদানি পণ্য তুলা, সুতা, কাগজ, মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্য পুড়ে যায়। এ ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে কমপক্ষে ২০টি পন্যবাহি ভারতীয় ট্রাকসহ একটি মটরসাইকেল নির্মাণ প্রতিষ্ঠানের শত কোটি টাকার মালামাল।

ব্যবসায়ীরা জানান, দেশের প্রধান এ স্থলবন্দরে বিভিন্ন অব্যবস্থাপনায় এর আগেও ৮ বার আগুন লাগে। বন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসে আগুন নেভানোর ব্যবস্থা পর্যাপ্ত নেই।

এদিকে খবর পেয়ে বন্দর পরিচালক আমিনুল ইসলাম, শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল, পোর্ট থানা পুলিশসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক আমিনুল ইসলাম জানান, দমকল বাহিনির ৪টি ইউনিট সকাল ৬ টার দিকে আগুনের নিয়ন্ত্রণে আনেন। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে এখনই বলা যাচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here