বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে ৬৯ পিস স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারী আটক

0
337

রাশেদুজ্জামান (রাসেল)বেনাপোল থেকেঃযশোরের বেনাপোল সীমান্ত থেকে বিজিবির পৃথক অভিযানে ৬৯ পিস স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

আটককৃত আসামী আব্দুল মমিন (৬০) সে সাদিপুর গ্রামের মৃত হাসমত উল্লাহ চৌধুরীর ছেলে ও বেনাপোল পোড়াবাড়ি নারায়নপুর গ্রামের আকবর আলির ছেলে মোঃ নুরুল ইসলাম (৩২)।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সহকারী অধিনায়ক মোঃ ফারুক হোসেন বলেন, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন স্বর্ণ পাচারকারি বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে সাদিপুর বেলতলা মোড়ের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা উক্ত স্থানে অভিযান চালিয়ে টিফিন কেয়ার এর বাটির ভিতরে অভিনব কায়দায় ভেতরে লুকিয়ে রাখা ৪৯ পিস (৩ কেজি ৮’শ ৫০) গ্রাম স্বর্ণ সহ আব্দুল মমিন নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়। এছাড়াও বেনাপোল আমড়াখালি বিজিবি চেকপোস্টে এক লোকাল পরিবহনে তল্লাশিকালে ২০ পিচ (২ কেজি ৩শ ৩৫) গ্রাম স্বর্ণ সহ নুরুল ইসলাম নামে আরও এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়। আটককৃত মোট স্বর্ণ ৬ কেজি ১শ ৮৫ গ্রাম। যার আনুমানিক মূল্য ২ কোটি ৭২ লাখ ১৪ হাজার টাকা।

আটককৃতদের স্বর্ণ পাচার মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।