বেনাপোল সীমান্তে বিজিবি কর্তৃক ৪৩ পিস স্বর্ণের বার আটক

0
121

আশানুর রহমান আশা বেনাপোল : গত ১৪ অক্টোবরে রাতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা ব্যাটালিয়নের অধীনস্থ অগ্রভূলাট সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। এ তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৫০৭ লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর নেতৃত্বে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর একটি চৌকষ বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ৮৮ আর পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অগ্রভূলাট গ্রামস্থ উত্তর অগ্রভূলাট নামক স্থানে নদীর পাড়ে গোপনীয়তার সাথে অবস্থান নেয়। কিছু সময় পর তিন জন ব্যক্তি টহল দলের নিকটবর্তী হলে বিজিবি টহল দল তাদেরকে সন্দেহজনকভাবে থামতে বললে তারা দৌড়ে ইছামতি নদীতে ঝাপ দেয়।

বর্ণিত আসামীর কোমরে লুঙ্গির সাথে পেচানো স্বর্ণের ব্যাগটি ছেড়ে ইছামতি নদী সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এ অভিযানে বিজিবি টহলদল কর্তৃক ৫.০১৪ কেজি ওজনের মোট ৪৩ পিস স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। স্বর্ণের বারগুলো অগ্রভূলাট সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল যার আনুমানিক সিজার মূল্য-৩,৪৯,৫৯,৫৩৪/- টাকা।

উল্লেখ্য, চলতি বছরে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ১৩ (তের) বারে ১৫ জন আসামীসহ সর্বমোট ২৮ কেজি ৮৮৫ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে, যার মূল্য- ২০,৭৩,৬১,৫৩৪/- (বিশ কোটি তিয়াত্তর লক্ষ একষট্টি পাঁচশত চৌত্রিশ) টাকা।