ব্যক্তি স্বার্থ উর্দ্ধে রেখে দেশের স্বাধীনতা রক্ষায় কাজ করতে হবে-তরিকুল ইসলাম

0
424

নিজস্ব প্রতিবেদক, যশোর: বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলাম বলেছেন, ৩০ লাখ শহীদের বিনিময় অর্জিত স্বাধীনতা আজ বিপন্ন হতে চলেছে। তাই দেশের স্বাধীনতার জন্য, গনতন্ত্র ও ভোটাধিকারের জন্য ব্যক্তি স্বার্থকে উদ্ধে রেখে আবার লড়াই করার জন্য প্রস্তুত হতে হবে।’ নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে এক সাথে কাজ করতে হবে। বুধবার যশোর প্রেসক্লাবে জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে তরিকুল ইসলাম এসব কথা বলেন ।

সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম বলেন, ‘যেখানে মানুষের কথা বলার অধিকার নেই, যেখানে মানুষের বিচার পাবার অধিকার নেই, যেখানে মানুষ বিচার চাইতে পারে না; সেই সমাজে বসবাস করছি। গণতন্ত্রের অস্তিত্ব রক্ষার জন্য,আমাদের এক হয়ে লড়াই করতে হবে।’ তবেই সফলতা আসবে।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামছুর হুদার সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সহসভাপতি আব্দুস সবুর মন্ডল, রফিকুর রহমান তোতন, এড. ইসহক, গোলাম রেজা দুলু, এড. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এড.য়ৈদ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম আজাদ, মিজানুর রহমান খান, ঝিকরগাছা উপজেলার চেয়ারম্যান সাবিরা মুন্নি, সদর উপজেলা সভাপতি নুরুন্নবী, নগর বিএনপির সাধারণ সম্পাদক মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা বিএনপির প্রচার সম্পাদক হাজী আনিচুর রহমান মুকুল, মনিরামপুর বিএনপির সভাপতি শহীদ ইকবাল, চৌগাছা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এহসানুল হক মুন্না, সহসভাপতি শাহদাৎ উল্লাহ লাল্টু, বদিউজ্জামান ধনি, যুগ্ম সম্পাদক এম তমাল আহমেদ, সহ সম্পাদক আনছারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এড.আবু মুরাদ, জেলা ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বাবুল, মোস্তফা আমির ফয়সাল, দপ্তর সম্পাদক হাসানুজ্জামান, তথ্য ও গবেষণা সমপাদক শাহনেওয়াজ ইমরান, ছাত্র নেতা আলমগীর হোসেন লিটন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here