ব্যানারের মাধ্যমে যানবাহনের মালিকেরা প্রতিবছর সরকারে মোটা অংকের রাজস্ব ফাঁকি দিয়ে ব্যবসা চালানোর অভিযোগ

0
398

এম আর রকি : সরকারকে মোটা অংকের রাজস্ব ফাঁকি দিতে যানবাহন মালিকেরা বিভিন্ন কৌশল অবলম্বন করছে বলে খবর পাওয়া গেছে। প্রতিবছর কয়েক হাজার কোটি টাকার উপরে রাজস্ব ফাঁকি দিয়ে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এর জন্য মালিকেরা যানবাহন শ্রমিকদের মাধ্যমে তাদের যানবাহন সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া বিভিন্ন ব্যানারে ঢুকিয়ে দিচ্ছে। যার ফলে কাগজপত্র ক্রটিপূর্ন থাকলেও গোটা দেশ বিচারণ করছে দেশের কয়েক হাজার মালিকের বিভিন্ন যানবাহন। কাগজপত্র দেখার দায়িত্ব সংস্থাকে ব্যানারের মাধ্যমে আদায়কৃত অর্থ দিয়ে এই কারবার চলে আসছে বলে অভিযোগ উঠেছে।
দায়িত্বশীল সূত্রগুলো বলেছে,দেশের মধ্যে যে সব ট্রাক,কার্ভাডভ্যান,মাইক্রোবাস,পিকআপ,মিনি পিকআপ,মাইক্রোবাস,প্রাইভেটকারসহ যে সব যানবাহন চলাচল করছে। প্রায় অধিকাংশই যানবাহন এখন ব্যানারের মাধ্যমে কাগজপত্র ক্রুটিপূর্ন থাকলেও অবাধে চলাচল করছে। সূত্রগুলো বলেছে,খুলনা বিভাগের ১০ জেলার ন্যায় চট্টগ্রাম,রাজশাহী,সিলেট,ঢাকা,বরিশাল বিভাগের জেলা গুলিতে কতিপয় যানবাহনের মালিকেরা ব্যানার সৃষ্টি করেছে। তারা ইতিপূর্বে তাদের চিহ্নিত ব্যানারের স্টিকার ট্রাক,পিকআপ,মিনিট্রাকসহ বিভিন্ন যানবাহনে ব্যবহার করতো। মাস কয়েক পূর্বে মাগুরা জেলায় রাহাবুল মটরস,আয়শা মটরস্,ফরিদপুর কানাইপুর মাসুদ মটরস,ঝিনাইদহ জেলায় বাদশা মটরস্,মুক্তার মটরস্,যশোর কেএম মটরস, মা মটরস্,কুষ্টিয়ায় সুজন মটরস্ এধরনের প্রায় সারা দেশে অর্ধ শতাধিক ব্যানার সৃষ্টি করে কতিপয় অর্থলোভী যানবাহনের মালিকেরা। তারা এই ব্যানার সৃষ্টি করে আইন প্রয়োগকারী সংস্থার উচ্চ কর্মকর্তা ও মাঠ পর্যায় কর্মরত কর্মকর্তাদের কাছে মাসে লাখ লাখ টাকা ভাগ বাটোয়ারার মাধ্যমে তাদের কাগজপত্র ক্রুটিযুক্ত যানবাহন চালিয়ে আসছিল। হঠাৎ হাইওয়ে পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তা যানবাহনের বডিতে স্টিকার দেখে সেগুলির বিরুদ্ধে কাগজপত্র পরীক্ষা নিরীক্ষার নির্দেশসহ কাগজপত্র ক্রুটিযুক্ত থাকায় আইনগত ব্যবস্থা গ্রহন শুরু করে। হাইওয়ে পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তার এই নির্দেশকে ভূলুন্টিত করতে ব্যানারে থাকা ব্যক্তিরা তাদের যানবাহন মালিক ও শ্রমিকদের কাছে দ্রুত জানিয়ে দেয় যানবাহনের বডিতে লাগালো স্টিকার দ্রুত অপসারণ করা হয়। এক মাসের মধ্যে খুলনা বিভাগের ১০ জেলায় চলাচলরত যানবাহনের বডিতে লাগানো স্টিকার দ্রুত অপসারণ করে ফেলে। অপসারণ করলেও বডিতে লাগানো স্টিকারের নমুনা দেখলে বোঝা যাবে। অনেক যানবাহনের মালিকেরা স্টিকার তুলে সেখানে বডির সাথে মিল করে রং করে দিয়েছে। যানবাহন ব্যানারে চলার জন্য এখন একটি কার্ড ছাড়া হয়েছে। যে গুলি চালকের কাছে রয়েছে। চালকেরা ব্যানার থেকে দেওয়া কার্ড দেখালে সড়কে দায়িত্বরত ট্রাফিক বিভাগের কর্মকর্তা সে গুলি যানবাহন ঠেকাবেনা। যদিও ঠেকায় তা দ্রুত কার্ড দেখার পর ছেড়ে দিবে। সূত্রগুলো বলেছে,মাগুরা,ঝিনাইদহ,সাতক্ষীরা,যশোর,কুষ্টিয়া,চুয়াডাঙ্গা,খুলনা,মেহেরপুর,নড়াইল ও বাগের জেলাসহ দেশের যে ক’টি বিভাগ রয়েছে। বিভাগের জেলাগুলিতে যে সব যানবাহন চলাচল করছে সে গুলি দিনদিন ব্যানারে দিয়ে যানবাহন মালিকেরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর এই কারণে যানবাহন থেকে বছরে যে পরিমান সরকারের রাজস্ব আদায় হওয়ার কথাছিল। ব্যানারের কারণে সরকার প্রতিবছর কয়েক হাজার কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এ ব্যাপারে বাংলাদেশ রোর্ড ট্রান্সপোর্ট অথোরিটি দপ্তরে খোজ নিয়ে জানাগেছে, যে হারে যানবাহনের রেজিষ্ট্রেশন,ট্রাক্স টোকেন,রুটপারমিটসহ অন্যান্য খাত থেকে বছরে যে পরিমান রাজস্ব আসার কথা তা আশানুরুপ হচ্ছে না। তাই অবিলম্বে সরকারের প্রাপ্য রাজস্ব আদায়ের অর্থ ব্যানারের মাধ্যমে চলে যাওয়ার বিষয়গুলো খতিয়ে দেখে ব্যানারের সাথে জড়িত যানবাহন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানিয়েছেন বিআরটিএ দপ্তরগুলোতে কর্মরত কর্মকর্তাদ্বয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here