স্ত্রীকে গলা টিপে হত্যার দায় স্বীকার করে স্বামীর আদালতে জবানবন্দি প্রদান যশোরে

0
414

বিশেষ প্রতিনিধি : মাছ কাটাকে কেন্দ্র করে স্ত্রী ফাতেমা বেগমকে গলা টিপে হত্যার দায় স্বীকার করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবান বন্দি দিয়েছে স্বামী রিপন হোসেন। গতকাল মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক বুলবুল ইসলামের আদালতে স্বামী রিপন হোসেন স্ত্রী হত্যা কান্ডের বর্ণনা দিয়ে স্বীকার করেন।
যশোর কোতয়ালি মডেল থানার এসআই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় স্বেচ্ছায় জবান বন্দিতে রিপন হোসেন বিজ্ঞ বিচারকের সামনে জানান,রোববার ২ জুলাই দিবগত গভীর রাত আনুমানিক সাড়ে ১২ টায় তিনি বুড়ি ভৈরব নদী হতে মাছ ধরে বাড়িতে আসে। স্ত্রী ফাতেমা বেগমকে মাছ কুটতে ও তাকে ভাত দিতে বলে। স্বামী রিপন হোসেনের কথায় ঘুমিয়ে থাকা স্ত্রী ফাতেমা বেগম মাছ কাটতে পারবেনা ও ভাত দিতে পারবেনা বলে জানান। এতে ক্ষিপ্ত হয়ে সে ঘরে ঢুকে স্ত্রী ফাতেমা বেগমের গলা টিপে ধরে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে দেখেন স্ত্রী ফাতেমা বেগম মারা গেছে। ওই রাতে তিনি তার কুটুমদের খবর দেন। কুটুমরা তার বিজয়নগর মোল্যাপাড়ার বাড়িতে এসে ফাতেমা বেগমের মরদেহ দেখতে পান। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। জবান বন্দি গ্রহনের পর রিপন হোসেনকে কারাগারে প্রেরণের নিদের্শ দেন বিজ্ঞ বিচারক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here