ব্ল্যাক-আউট মানেনি যশোরের অধিকাংশ মানুষ

0
836

নিজস্ব প্রতিবেদক : ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার স্মরণে সারা দেশ যখন বাতি নিভিয়ে এক মিনিট ব্ল্যাক-আউট কর্মসূচি পালন করলো তখন যশোর শহরের চেহারা ছিলো ভিন্ন। যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটা, চেীরাস্থা, চিত্রার মোড়, হাসপাতাল মোড়, মুজিব সড়কসহ প্রায় সবখানেই ছিলো ব্লাক আউটের আওয়ামুক্ত। কোথাও দেখা যায়নি আলো নিভিয়ে শহীদদের স্বরন করতে।
উল্লেখ্য রবিবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত এ কর্মসূচি পালন করার কথা ছিলো
এর আগে, গত ১১ মার্চ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে কালরাতে নিহতদের স্মরণে সারাদেশে এক মিনিট সব ধরনের বাতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এদেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে কালরাতের প্রথম প্রহরে ঢাকায় চালানো হয় গণহত্যা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here