ভবদহ পদযাত্রীদের স্বাগত জানাতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যশোরে

0
376

বিশেষ প্রতিনিধি : ভবদহ পদ যাত্রীদের স্বাগত জানাতে পথে পথে প্রস্তুতি চলছে। সেই উপলক্ষে গতকাল শনিবার ১১ নভেম্বর চাঁচড়া বর্মনপাড়া বাজারের তেমাথায় অধ্যাপক মোসলেম উদ্দিনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জেলার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, মুক্তেশ্বরী বাঁচাও আন্দোনের আহ্বায়ক অনিল কুমার বিশ্বাস, সদস্য সচিব আব্দুল মাজেদ, কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অনিল বিশ্বাস, আহসান উল্লাহ ময়না সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রশান্ত বর্মন।
ভবদহ জলাবদ্ধতার কারণে যশোর শহরতলী ও সংলগ্ন বিল হরিণায় তার প্রভাব পড়েছে। এ অঞ্চল দিয়ে প্রবাহিত মুক্তেশ্বরী নদী। ভবদহ গেটের কারণে মুক্তেশ্বরী প্রবাহশূন্য। অববাহিকায় ১৬ বর্গমাইল ব্যাপী নিরসন ও বিল কপালিয়ায় টিআরএম’র দাবীতে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি ৪ দিনের এক পদযাত্রা কর্মসূচীর ডাক দিয়েছে। ১৬ই নভেম্বর বেলা ১১টায় ভবদহ গেটে অনুষ্ঠানের মাধ্যমে পদযাত্রার সূচনা করবেন বিখ্যাত বিজ্ঞানী ও লেখক অধ্যাপক ড. জাফর ইকবাল। পদযাত্রীরা অভয়নগর, মণিরামপুর, কেশবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামদক্ষিণ করে ১৮ই নভেম্বর শনিবার চাঁচড়া রাত যাপন করবেন। পরদিন ১৯ তারিখ জেলা প্রশাসকের কাছে ৫দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করবেন। সভায় কয়েকশ’ মানুষ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here