ভাইস চেয়ারম্যান প্রার্থী শাওনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে বাঘারপাড়া উপজেলা জাতীয় পার্টি

0
587


খাজুরা (যশোর) অফিস : সংসদ নির্বাচনের পর এখন সারাদেশে চলছে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের আমেজ। আগামী ৩১ মার্চ যশোরের সব উপজেলায় তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার জেলার সবকটি উপজেলার বিভিন্ন প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করেছে জেলা রিটার্নিং অফিসার। প্রতিক বরাদ্দের পরপরই প্রার্থীরা তার নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করে দিয়েছেন। তারা দিন-রাত ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে। তারই ধারাবাহিকতায় গতকাল বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী রাকিব হাসান শাওন উপজেলা জাতীয় পার্টি (জাপা) নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। এদিন বিকালে উপজেলা চৌরাস্তা সংলগ্ন হাজী সুপার মার্কেটে জাপার দলীয় কার্যালয়ে এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাপার সভাপতি ছলেমান বিশ্বাস, সম্পাদক আক্তারুজ্জামান তরফদার, যুগ্ন সম্পাদক মশিয়ার রহমান, সদস্য মাহাবুর রহমান, রাকিব হোসেন, আবুল মহুরী, রওশন আলী, রেজাউল ইসলাম, সহযোগী সংগঠন যুব সংহতির উপজেলা সম্পাদক মোহাম্মদ আলী, শ্রমিক পার্টির সভাপতি বুলু শেখ, জামদিয়া ইউনিয়ন জাপার সভাপতি হাজী ইকবাল, সম্পাদক হারুন অর রশিদসহ জাপা ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় জাপার নেতা-কর্মীরা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাকিব হাসান শাওনের টিয়া পাখি প্রতিকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভা শেষে ওই প্রার্থী জাপার নেতা-কর্মীদেরকে নিয়ে বাঘারপাড়া বাজারে গণসংযোগ করেন। এসময় তারা বাজারের ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে দোয়া ও সমর্থন চান। তৃতীয় ধাপের নির্বাচনে এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে শাওনের বিপক্ষে এনায়েত হোসেন লিটন (মাইক), ফয়সাল আহম্মেদ মিল্টন (বৈদ্যুতিক বাল্ব), আবুল কালাম আজাদ (উড়োজাহাজ), আঃ রউফ (বই), গোলাম ছরোয়ার (পালকি), জয়নাল আবেদিন (আইসক্রিম), নাজমুল হুসাইন (চশমা), মাজিদুল ইসলাম (টিউবওয়েল) এবং সচীন্দ্রনাথ বিশ্বাস (তালা) প্রতিক নিয়ে লড়বেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here