ভারতে ঘূর্ণিঝড় ও ধূলিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ১১০

0
350

ম্যাগপাই নিউজ ডেস্ক : টানা বৃষ্টি পর ঝড় এবং ধুলোঝড়ের কারণে ভারতের উত্তর প্রদেশ ও রাজস্থানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০ জনে। বৃহস্পতিবার সকালে আঘাত আনা এ ঝড়ের খবর প্রকাশ হয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে। এতে বলা হয় অধিকাংশের মৃত্যু হয় ঘুমন্ত অবস্থায় এবং ঝড়ে ঘরের ছাদ ও চাল ধসে।

দেশটির সরকারি তথ্য অনুসারে, রাজস্থানে এ পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে, যার ১৯ জন ভারতপুর জেলায় এবং প্রায় শতাধিক মানুষ আহত হয়েছেন। ওই এলাকার প্রায় আট হাজার বৈদ্যুতিক খুঁটি ও গাছ উপড়ে পড়েছে। এছাড়া উত্তর প্রদেশে ৭৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৪৩ জন আগ্রায়। এ রাজ্যটিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় আবার ঝড় আঘাত আনে।

দেশটির সরকারি সূত্রে জানা গেছে, উত্তর প্রদেশের ঝড় আরো দুইদিন অবস্থান করতে পারে। বিশেষ করে রাজ্যের উত্তরাঞ্চলে।নরেন্দ্র মোদীর টুইট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে জানিয়েছেন, সংকট মোকাবেভারতে ঘূর্ণিঝড় ও ধূলিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ১১০লা করার জন্য রাজ্যগুলোতে সরকারের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here