বৃক্ষ যেন প্রাণঘাতী না হয়

0
330

ক্রমশ কংক্রিটের জঙ্গলে পরিণত হওয়া রাজধানী ঢাকাকে বসবাসযোগ্য রাখিতে সবুজায়নের যে কোনো বিকল্প নাই— তাহা সকলেই স্বীকার করেন। পরিবেশবিদদের মতে, পরিবেশের ভারসাম্য বজায় রাখিতে যেখানে শতকরা ২৫ ভাগ গাছপালা ও বনভূমি প্রয়োজন, সেখানে ঢাকা শহরে গাছপালার পরিমাণ ৭ ভাগেরও কম। যতই দিন যাইতেছে ইহার পরিমাণ ততই কমিতেছে। সেই বিবেচনা হইতে সরকারি পৃষ্ঠপোষকতায় বিদ্যমান বৃহত্ বৃক্ষগুলি যতটা সম্ভব সংরক্ষণের পাশাপাশি এমনকি রাস্তার দুইপাশের ফুটপাত এবং সড়ক বিভাজকেও নূতন গাছ লাগানোর কার্যক্রম অব্যাহত আছে বেশ কয়েক বত্সর যাবত্। নূতন লাগানো সেই গাছগুলিও ইতোমধ্যে ডালপালা বিস্তার করিয়া নগরবাসীর হূদয়ে ও চোখে প্রশান্তি ছড়াইতেছে। কিন্তু দেখা দিয়াছে অন্য ধরনের এক বিপত্তি। যেই বৃক্ষরাজি ক্রমেই তপ্ত হইয়া উঠা রাজধানীকে শীতল করিয়া রাজধানীর দূষিত বাতাসে সঞ্জীবনী অক্সিজেন ছড়াইয়া দিবার কথা, সেই বৃক্ষ যেন এখন প্রাণঘাতী হইয়া উঠিয়াছে। বৈশাখের সামান্য ঝড়েই শুধু যে রাজধানীর সড়কের পাশে ও সড়ক বিভাজকসহ বিভিন্ন স্থানে লাগানো গাছের ডালপালা ভাঙিয়া পড়িতেছে তাহাই নহে, রাস্তার চলমান যানবাহনের উপর উপড়াইয়া পড়িতেছে বহু গাছ। ইহাতে সম্পদহানির পাশাপাশি হতাহতের ঘটনাও ঘটিতেছে। ফলে জনবহুল এই রাজধানীতে দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়িতেছে, তেমনি জনমনেও বিরাজ করিতেছে ভয় ও উদ্বেগ।

প্রসঙ্গত উল্লেখ্য যে, রাজধানীর ওপর দিয়া বহিয়া যাওয়া গত কয়েকদিনের কালবৈশাখী ঝড়ে ক্যাপ্টেন মনসুর আলী অ্যাভিনিউ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, মিন্টো রোডসহ বেশ কয়েকটি ব্যস্ততম রাস্তার ওপর শতাধিক গাছ উপড়াইয়া পড়িয়াছে। ভাগ্যক্রমে বড় কোনো দুর্ঘটনা না ঘটিলেও ওই সকল রুটে যান চলাচল দীর্ঘক্ষণ বন্ধ থাকে। বিশেষজ্ঞরা ইহার জন্য অপরিকল্পিতভাবে বৃক্ষরোপণ, নিয়মিত পরিচর্যা ও তদারকির অভাব, মাটির গুণাগুণ পরীক্ষা না করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করিয়াছেন। উদ্ভিদবিজ্ঞান বিশেষজ্ঞ ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলিয়াছেন যে, বৃক্ষরোপণের গাছের ধরন এবং যেখানে তাহা রোপণ করা হইতেছে সেখানকার মাটির গুণাগুণ কেমন, জায়গাটিতে গাছটি ভারসাম্য বজায় রাখিয়া দাঁড়াইয়া থাকিতে পারিবে কিনা ইত্যাদি বিষয় অবশ্যই বিবেচনায় রাখিতে হইবে। যেমন, সড়ক বিভাজকে মাটি কম থাকায় শিকড় গভীরে যাইতে পারে না। সেখানে বড় প্রজাতির গাছ লাগানো হইলে হালকা বাতাসেই তাহা উপড়াইয়া পড়িবে ইহাই স্বাভাবিক। আবার যদি লালমাটি হয়— বৈশিষ্ট্যগত কারণে সেক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এ ধরনের সমস্যা সমাধানে গাছের জন্য চীন ও জাপানের মতো কৃত্রিম সাপোর্ট তৈরি করার পরামর্শ দিয়াছেন বিশেষজ্ঞরা। সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হইল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে অঞ্চলভিত্তিক টিম গঠন করিয়া নিয়মিত তদারকির মাধ্যমে ঝুঁকিপূর্ণ গাছগুলি চিহ্নিত করিয়া যথাসময়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ। পাশাপাশি নূতন গাছ লাগানোর সময়ে ভবিষ্যতের কথা মাথায় রাখিয়া যথাযথ সতর্কতা অবলম্বন করাও জরুরি বলিয়া আমরা মনে করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here