ভ্যানে দোকান সৃষ্টি করে পাল্টে দিলো যশোরের প্রতিবন্ধি কাজলের জীবন

0
636

বিশেষ প্রতিনিধি : শহরের খোলাডাঙ্গা গাজীর বাজারের কাজলকে আর অন্যের কাছে সাহায্যে বাঁচতে হবে না। তিনি এখন নিজেই উপার্জন করে সংসার চালাতে পারবেন। সেই সাথে অসুস্থ্য স্ত্রীকে চিকিৎসা করাতে পারবেন। অসহায় কাজলকে এ ব্যবস্থা করে দিয়েছে সুন্দর বাংলাদেশ চাই ফাউন্ডেশন (এসবিসি)। প্রতিবন্ধি কাজলকে তারা ভ্যানের উপর মুদি দোকান তৈরি করে দিয়েছেন। কাজল এখন আর কারও বোঝা নয়।
বুধবার সকাল ১০টায় সুন্দর বাংলাদেশ চাই ফাউন্ডেশনের (এসবিসি) কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক কাজী আনিসুজ্জামান আরজু আনুষ্ঠানিকভাবে কাজলকে মুদি দোকানসহ ভ্যানের চাবি তুলে দেন। এসবিসির যশোর অফিসের সামনে (খোলাডাঙ্গা গাজীর বাজার) চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিসির খুলনা বিভাগীয় সমন্বয়কারী কাজী আনোয়ার হোসের রাজু, যশোরের সমন্বয়কারী মোফাজ্জেল হোসাইন। এসবিসি কেন্দ্রীয় সংসদের সভাপতি প্রবাসী এএসএম সাজ্জাদ হোসাইনের পক্ষে প্রতিবন্ধি কাজলকে আর্থিক অনুদান ও শুভেচ্ছা পত্র প্রদান করা হয়। গাজীর বাজার এলাকার মৃত আব্দুল ওয়াজেদ আলীর ছেলে প্রতিবন্ধি কাজল জানান, মুদি দোকান চালিয়ে আমার সংসার ভালোভাবে চলছিল। কিন্তু প্যারালাইসিসে আক্রান্ত হয়ে আমার সমস্ত কিছু শেষ হয়ে যায়। এসময় স্ত্রী আকলিমা খাতুন পরের বাড়িতে কাজ করে সংসার চালিয়েছে। পাশাপাশি তাকে চিকিৎসার ব্যয় ভার বহন করেছে। সে এখন আর কাজ করতে পারে না। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সে এখন বিছানায়। ৫ বছর ধরে অন্যের কাছে ধার দেনা এবং সাহায্য নিয়ে তারা মানবেতর জীবন যাপন করেছে। সুন্দর বাংলাদেশ চাই ফাউন্ডেশন আমাকে আজ কাজল স্টোর তৈরি করে বাঁচার আশাকে জীবন্ত করে দিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here