যশোরে ভোর রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক খুন অবহেলার কারনে এক এসআই ক্লোজড

0
1003

বিশেষ প্রতিনিধি : বুধবার ভোর রাতে যশোর কোতয়ালি থানা থেকে প্রায় ৫শ’ গজ দুরে উঠতি বয়সের ছিনতাইকারিদের উপুর্যপুরি ছুরিকাঘাতে চন্দন কুমার ঘোষ (৩৮) নামে এক যুবক খুন হয়েছেন। যশোর শহরের রেলরোডস্থ আদ-দ্বীন হাসপাতালের ২৫গজ দূরে তিন রাস্তার মোড় মেসার্স সোনারগাঁও ট্রান্সপোর্ট এন্ড পার্সেল সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত চন্দন কুমার ঘোষ যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক রোড বাসা নং ৯৪৮ এর ভাবতোষ ঘোষের ছেলে ও অডিটর (ইউএ) গ্যারিসন ইঞ্জিনিয়ারিং (বিমান ) যশোর বিমান বাহিনী যশোরে কর্মরত ছিলেন।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিকশা চালক শহিদ মিয়া (২৪)কে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতর পিতা ভবতোষ ঘোষ বাদী হয়ে অজ্ঞাতনামা ৩জন ছিনতাইকারীর বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেছেন। রাতে টহল ডিউটিতে অবহেলার কারনে কোতয়ালি মডেল থানার এসআই মঞ্জুরুল ইসলামকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
নিহত চন্দর কুমার ঘোষের পিতা ভবতোষ ঘোষ বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,তার বড় ছেলে চন্দর কুমার ঘোষ মঙ্গলবার ১৯ জুন রাতে ঢাকা থেকে যশোরে আসে। সে বুধবার ভোররাত ৪ টা ৩৫ মিনিটে যশোর শহরের দড়াটানা ব্রীজের কাছ থেকে তার পরিচিত এক ব্যক্তির সাথে কথা বার্তা বলে রিকশা যোগে বাড়ির উদ্দেশ্যে ফিরছিল। রিকশাটি ভোর রাত ৪ টা ৪৫ মিনিটে রেলরোডস্থ উল্লেখিতস্থানে পৌছালে ৩জন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে। রিকশায় থাকা যাত্রী চন্দন কুমার ঘোষের কাছে অফিসিয়াল ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীদের সাথে চন্দন কুমার ঘোষের ধস্তাধস্তি হয়। এক পর্যায় ছিনতাইকারীরা চন্দন কুমার ঘোষের ডান উরুতে,ডান পায়ের হাটুর নীচে ও বাম পায়ের উরুতেও উপুর্যপুরি চুরিকাঘাত করে। রিকশা চালক শহিদ মিয়া চিৎকার দিলে আশ পাশে থাকা লোকজন দ্রুত ছুটে আসলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। এ সময় গুরুতর রক্তাক্ত অবস্থায় চন্দন কুমার ঘোষকে ওই রিকশাযোগে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। ভোর রাত ৫ টায় জরুরী বিভাগের চিকিৎসক চন্দন কুমার ঘোষের দেহ পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষনা করে। অতিরিক্ত রক্ত ক্ষরনের কারনে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। এদিকে,এ ঘটনায় রিকশা চালক শহিদ মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সে হবিগঞ্জ জেলার চুনারাঘাট উপজেলার গোগাউড়া গ্রামের বর্তমানে যশোরের চৌগাছা উপজেলার বলিদাপাড়া নিমতলা শ্বশুর রশিদ খাঁর বাড়ির লিয়াকত মিয়ার ছেলে। এদিকে, মঙ্গলবার দিবাগত রাত থেকে মোবাইল -১১ ডিউটিতে থাকা এসআই মঞ্জুরুল ইসলামকে দায়িত্ব অবহেলার কারণে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এ ব্যাপারে কোতয়ালী থানার ওসি তদন্ত আবুল বাসার মিয়া সাংবাদিকদের বলেন, হত্যাকান্ডের ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here