মঙ্গলবার যশোরের যে ৬০ জন শনাক্ত হলেন

0
397

নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে যশোর জেলার যে ৬০ জনের নমুনা পজেটিভ বলে শনাক্ত করেছে, তাদের মধ্যে যশোর শহরসহ সদর উপজেলার রয়েছেন ৩৬ জন।
এছাড়া আছেন ঝিকরগাছা ও অভয়নগর উপজেলার ছয়জন করে, কেশবপুর উপজেলার সাতজন, শার্শা উপজেলার তিনজন, চৌগাছা উপজেলার একজন। বাকি একজনের ঠিকানা জানা যায়নি।
যশোর শহরসহ সদর উপজেলায় শনাক্তরা হলেন পরম সাহা (৫৩), রাকিব (৩৫), ফজলুল হক (৫৫), রতনকুমার মজুমদার (৫২), তরিকুল ইসলাম (৩৩), মো. আব্দুল করিম (৩৬), তুষারকুমার মণ্ডল (৪০), মুজিবুর (৬০), মতিউর রহমান (২৫), ফজলুল হক (৫৫), রাকিবুল ইসলাম (২৮), হাজেরা (৩৭), আনোয়ার হোসেন বাবু (৫২), মনোয়ারা (৪৫), বুলবুল (২৮), তামান্না (৩০), জাহাঙ্গীর আলম (৪০), হাসান (৩৫), সাদেক (২৪), হারুন-অর-রশিদ (৫৮), রেজাউল (৪৫), খুরশিদা (৩৩), নাইম (২৫), শাকিলা (১৮), শারমিন (২১), রাবেয়া (৫০), তাসলিমা পারভিন (৩৯), আমিনা খাতুন (৫৬), তৃপ্তিলতা গোস্বামী (৪৭), মুরশিদা (২১), শামিনুজ্জামান (২২), মিজান রহমান (৩০), রেজাউল হক (৫০), রিপন (৩৪), হাবিবুর রহমান (২৮) এবং মিনারা খাতুন (৪৫)।
কেশবপুর উপজেলায় আছেন মো. মিজানুর রহমান (৩৮), এস এম আজিজুল ইসলাম (৪৩), নাজিম উদ্দিন (৬৮), তানিয়া সুলতানা (৩২), পঙ্কজকুমার দাস (৬৩), শেখ মাহমুদুল হাসান (৩০) এবং মিন্টু (৪৯)।
অভয়নগর উপজেলায় আছেন কাকলি চ্যাটার্জি (৪২), আয়েশা আফরিন নাবিলা (১৩), নিলুফা ইয়াসমিন (৪১), সুলতানা পারভিন (৪০), শাহিনা আক্তার (৫০) এবং মো. ইমামুল (২৮)।
ঝিকরগাছা উপজেলায় আছেন মো. আরিফুর রহমান (২৬), মতিয়ার রহমান (৬০), মীর আতাউল হোসেন (৫৯), দীপ্ত রায় (২৯), আজিজা আফরোজ (৫১) এবং মো. মিজানুর রহমান (৪৯)।
শার্শা উপজেলায় আছেন তাহমদ (২৩), দীপ (১৫) এবং হাফিজ গাজী (২৮)।
চৌগাছা উপজেলায় আক্রান্ত হয়েছেন মাজেদা খাতুন (৫৩)। নামে এক নারী।
আর আনিকা নামে একজনের ঠিকানা পাওয়া যায়নি।