মণিরামপুরের ২শ’ ৬৭টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন

0
382

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস৷৷ শিশু-কিশোরদের মাঝে গণতান্ত্রিক রীতিনীতি শিক্ষা ও চর্চার লক্ষ্যে মণিরামপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়েই চলে ভোট গ্রহণ। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে ২শ’ ৬৭টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে স্টুডেন্ট কাউন্সিলের এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ৯ থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে দুপুর ১টা পর্যন্ত। নির্বাচন অবাদ ও নিরপেক্ষ করার লক্ষে শিক্ষার্থীদের মধ্যে থেকেই প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা, পুলিং এজেন্ট নিয়োগ করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। টাঙ্গানো হয়েছে প্রার্থীদের পোস্টার। প্রত্যেক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে পানিসম্পদ মন্ত্রী, আপ্যায়ন মন্ত্রী, পরিষ্কার পরিচ্ছন্ন মন্ত্রী, পাঠ্যপুস্তক মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, পরিবেশ ও বনমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা হয়।
মণিরামপুর উপজেলার রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় ও ৫ম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বলে, বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে আমরা শিক্ষার্থীরা পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করবো।
রাজগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাহাবুবুর রশীদ বলেন, এ বছর নির্বাচনে শিক্ষার্থী ছাড়াও অভিভাবকদের মধ্যে অনেক বেশি উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
মণিরামপুর উপজেলা শিক্ষা অফিসার সেহেলী ফেরদৌস জানান, শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাশীল করতে প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন করা হয়। যেখানে মনোনয়নপত্র আহ্বান, জমা, বাছাই ও বৈধ প্রার্থীর তলিকা প্রকাশ, মনোনয়নপত্র প্রত্যাহার থেকে শুরু করে চূড়ান্ত তালিকা প্রকাশ, ভোট গ্রহণ, ফলাফল প্রকাশ ইত্যাদি সব প্রক্রিয়াই অনুসরণ করা হয়। এই নির্বাচনে শিশুদের মধ্যে যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়, তা প্রশংসনীয়।