মণিরামপুরে চেয়ারম্যান প্রার্থী ছোট ভাই হাবিব খানের শেষ মুহুত্বের প্রচরনায় বড় ভাই এন আই খান

0
746

উত্তম চক্রবর্ত্তী :-ভাই বড় ধন রক্তের বাঁধন, তাই বসে থাকতে পারলেন না চেয়ারম্যান প্রার্থী হাবিব খানের বড় ভাই এন আই খান। তার প্রচার প্রচারনায় মণিরামপুর উপজেলার সাধারন ভোটাররা স্বস্তি ফিরে পেয়েছে। প্রধানমন্ত্রীর সাবেক পি এস ওয়ান ও সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম (এন আই ) খান চেয়ারম্যান ছোট ভাই হাবিবুর রহমান খান হাবিবের আনারস প্রতীকের পক্ষে উপজেলার বিভিন্ন এলাকার হাট বাজার ও মোড়ে মোড়ে পথ সভা ও গনসংযোগ করেছেন। এ সময় তিনি ভোটারদের আশ^াস্থ করেন, ভোটে কোন কারচুপি থাকবে না। সুষ্ঠ ভাবে ভোটাররা ভোট দিতে পারবে। যার কারনে আনারস প্রতীকের কর্মি সমার্থক ভোটারসহ সাধারন ভোটারদের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে এলাকার ভোটারদের মাধ্যমে জানা গেছে। জানা যায়, এন আই খান তার ছোট ভাই হাবিবের পক্ষে মঙ্গলবার দুপুর থেকে উপজেলার বিভিন্ন প্রান্তে পথ সভা ও গনসংযোগ করেছেন। এর মধ্যে রোহিতা ইউনিয়নের গলদা বাজার পার, ভান্ডারী মোড়, রোহিতা বাজার, খেদাপাড়া ইউনিয়নের খেদাপাড়া বাজার, গালদা তালতলা বাজার, চালুয়াহাটী ইউনিয়নের মোড়ে মোড়ে, ঝাঁপা ইউনিয়নের দোদাড়িয়া মোড়, হানুয়ার বটতলা মোড়, রাজগঞ্জ বাজার, মশি^মনগর ইউনিয়নের শাহাপুর স্কুল মোড়, নলতা বাজার, হাজরাকাটী বেলতলা বাজার, পারখাজুরা বাজার, কাঠালতলা বাজার, চাপাতলা বাজার, ভরতপুর বাজার ও সর্বশেষ গভীর রাতে নিজ এলাকার মশি^মনগর বাজারে গনসংযোগ করেন। তিনি পরের দিন বুধবার সকালে ঝাঁপা বাজার, ডুমুরখালী বাজার, হরিহরনগর বাজারে পথ সভা ও দুপুরে কুয়াদা বাজারে গনসংযোগ করেন। বিকালে হরিদাসকাটী ইউনিয়নের ঢাকুরিয়া বাজারসহ বিভিন্ন হাটবাজারে পথসভা শেষে ইউনিয়নের হোগলাডাঙ্গী বাজারের কোড়ামারায় গনসংযোগ করেন। পরে শ্যামকুড়, খানপুর, নেহালপুরসহ পূর্ব এলাকার কয়েকটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধারাবাহিক ভাবে পথসভা করেন। এদিকে চেয়ারম্যান প্রার্থী হাবিব খানের আনারস প্রতীকের কর্মি সমার্থক ও ভোটাররা ইতি পূর্বে বিভিন্ন সংকট ও আশাঙ্কের মধ্যে থাকলেও প্রার্থীর বড় ভাই এন আই খান প্রচরনায় মাঠে নামাই তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ফলে আনারস প্রতীকের গন জুয়ার উঠেছে। কথা হয় বিভিন্ন ভোটারের সাথে, তারা জানাই, এখন থেকে আমরা নিশ্চিন্ত সুষ্ঠ ভাবে ভোট দিতে পারবো। ফলে আনারসের নিশ্চিত বিজয়। কথা হয় প্রার্থী হাবিব খানের সাথে তিনি বলেন, মণিরামপুর পশ্চিমাঞ্চলের ভোটাররা একাট্র হয়েছে, অঞ্চল ভিত্তিক সবাই আমাকে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছে। এ ছাড়া উপজেলার পূর্ব এলাকার মানুষ আমাকে বার বার চাচ্ছে তাই তাদের চাওয়ার আশা আখাঙ্কা পুরন করতে আমি প্রার্থী হয়েছি। তারা অধিকাংশ আমার আনারস প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। আমার শতভাগ আশা আমি অবশ্যই জয়ী হবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here