মণিরামপুরে মেয়ে হত্যার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন দিনমজুর পিতা

0
375

আঞ্চলিক প্রতিনিধি : যশোরের মণিরামপুরে মেয়ে হত্যার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন দিনমজুর পিতা রহমান দফাদার৷ স্বামীর পরকীয়ায় বাঁধা দেয়ায় তার মেয়ে শিল্পী খাতুনকে হত্যা করা হয়েছে বলে তার অভিযোগ৷ পরকীয়ার পথের কাটা দুর করতে স্বামী গোলাম রসুল স্ত্রী শিল্পী খাতুনকে মারপিট করে শ্বাসরোধে হত্যা করে বলে অভিযোগ রয়েছে৷ আরও অভিযোগ রয়েছে ফ্যানের সাথে মৃতদেহ ঝুলিয়ে রেখে গোলাম রসুল এলাকায় প্রচার করে সে আত্মহত্যা করেছে৷ শিল্পীর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তর জন্য মর্গে প্রেরন করে৷ তবে শিল্পীর পিতার অভিযোগ এ ঘটনায় গোলাম রসুলের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হলেও পুলিশ তার বিরুদ্ধে মামলা রেকর্ড করেনি৷ ফলে মেয়ে হত্যার বিচার চেয়ে শিল্পীর পিতা প্রশাসনসহ এলাকার প্রভাবশালীদের দ্বারে দ্বারে ধর্না দিচ্ছে৷
জানাযায়, উপজেলার শ্যামকুড় ইউনিয়নের পাড়দীয়া গ্রামের দিনমজুর মিজানুর রহমান দফাদারের মেয়ে শিল্পী খাতুনকে ২০০৯ সালের জুন মাসের প্রথমদিকে বিয়ে দেয়া হয় চালুয়াহাটি ইউনিয়নের গোপিকান্তপুর গ্রামের মোজাম আলী গাজীর মেঝ ছেলে গোলাম রসুলের সাথে৷ বিয়ের কয়েক বছরের মধ্যে তাদের কোল জুড়ে আসে দুই কণ্যা সন্তান৷ দুই সন্তানসহ চারজনের সংসার বেশ স্বাচ্ছন্দেই চলছিল৷ কিন্তু অভিযোগ রয়েছে, গোলাম রসুল এক গৃহবধুর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে৷ শিল্পীর পিতা মিজানুর রহমান জানান, বিষয়টি জানাজানির পর স্বামীর পরকীয়ায় বাঁধা হয়ে দাড়ায় শিল্পী৷ ফলে গোলাম রসুল প্রায়ই শিল্পীকে শারিরীক এবং মানষিক নির্যাতন করত৷ স্থানীয় ইউপি সদস্য ইউনুচ আলী জানান, এ ব্যাপারে স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে বেশ কয়েকবার শালিস করা হয়৷ গোলাম রসুল প্রতিবারই শালিসসভায় অঙ্গিকার করে স্ত্রীকে আর নির্যাতন না করার জন্য৷ কিন্তু সেই অঙ্গিকার গোলাাম রসুল রাখেনি৷ এরই ধারাবাহিকতার অংশ হিসেবে গত ২৬ সেপ্টেম্বর দুপুর বেলা স্বামীস্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়৷ এ সময় গোলাম রসুল শিল্পীকে ব্যাপক মারপিট করে৷ ফলে সে অচেতন হয়ে পড়ে৷ এক পর্যায়ে শ্বাসরোধে হত্যার পর শিল্পীর মরদেহ ঘরে সিলিং ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলিয়ে রেখে গোলাম রসুল নিজেকে রক্ষা করতে এলাকায় প্রচার করে সে আত্মহত্যা করে৷ খবর পেয়ে ওই দিনই সন্ধ্যার পর এসআই জলিল ঘটনাস্থলে গিয়ে মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের একাধিক চিহ্ন দেখে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরন করে৷ এ ঘটনায় নিহত শিল্পীর পিতা বাদি হয়ে গোলাম রসুল ও তার পরিবারের কয়েকজনের বিরুদ্ধে মামলার জন্য থানায় লিখিত অভিযোগ করেন৷ কিন্তু পুলিশ মামলা রেকর্ড না করে অপমৃত্যু মামলা করে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে৷ এ দিকে মেয়ে হত্যার বিচার চেয়ে মিজানুর রহমান প্রসাশনসহ এলাকার বিভিন্ন কর্তা ব্যক্তিদের দ্বারে দ্বারে ধর্না দিচ্ছে৷ এ দিকে এ ঘটনায় স্থানীয় শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি গত ২ অক্টোবর একটি প্রত্যয়নপত্র দিয়েছেন৷ প্রত্যয়পত্রে তিনি উল্লেখ করেছেন পারিবারিক কলহের দরুন গোলাম রসুল তার স্ত্রী শিল্পীকে প্রায়ই মারপিট করত৷ গোলাম রসুলের মারপিটের কারনেই শিল্পীর অপমৃত্যু হয় বলেও তিনি প্রত্যয়নপত্রে উল্লেখ করেন৷ তবে অপমৃত্যু মামলার তদন্তকারী অফিসার এসআই আবদুল জলিল জানান, ময়না তদন্ত রিপোর্ট হাতে পাবার পর পরবর্তি ব্যবস্থা নেয়া হবে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here