শান্তিতে নোবেল পাওয়া সেই নাদিয়া ছিলেন আইএস’র যৌনদাসী

0
318

ম্যাগপাই নিউজ ডেস্ক : ২০১৮ নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকওয়েগ এবং ইয়েজিদি সমাজকর্মী নাদিয়া মুরাদ। অসলোয় নোবেল কমিটির চেয়ারম্যান ব্রিট রিস অ্যান্ডারসন জানান, যুদ্ধের সময় নারীদের ওপরে যে যৌননির্যাতন চালানো হয়, তা রুখতে কাজ করেছেন এই দু’‌জন।

৬৩ বছর বয়সী মুগওয়েগ বিগত দুই দশক ধরে গৃহযুদ্ধবিধ্বস্ত কঙ্গোর বিভিন্ন প্রান্ত থেকে নির্যাতনের শিকার হওয়া নারীদের উদ্ধার করেছেন। চিকিৎসা করেছেন অজস্র ধর্ষিতার। সেই দেশের মানুষ তাকে চেনেন ‘‌চিকিৎসার জাদুকর’‌ নামে।

একই রকম কাহিনী নাদিয়ারও। ২৫ বছর বয়সী নাদিয়াকে ২০১৪ সালে অপহরণ করেছি আইএস জঙ্গিরা। যৌনদাসী হিসেবে ব্যবহার করা হতো তাকে। সেখান থেকে পালিয়ে আসেন তিনি। তারপরে নির্যাতিতা নারীদের জন্য কাজ করতে শুরু করেন। ১০ ডিসেম্বর অসলোয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here