মণিরামপুর উপজেলা আ’লীগের প্রয়াত সম্পাদক ‘মরহুম গোলাম মোস্তফা স্মৃতি’র স্মরণে হা-ডু-ডু খেলা

0
308

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)আফিস॥ খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল এই শ্লোগানকে সামনে রেখে রোববার সকালে যশোরের মণিরামপুরের পৌর এলাকার মোহনপুর গ্রামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি হা-ড-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সাধারণ সম্পাদক মরহুম গোলাম মোস্তফা স্মৃতি স্মরণে মোহনপুর ওয়ার্ডবাসীর উদ্যোগে অনুষ্ঠিত দিনব্যাপি খেলার শুভ উদ্বোধন করেন মরহুম গোলাম মোস্তফার কনিষ্ঠ পুত্র উপজেলা আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত যশোর-৫ মণিরামপুর আসনের জাতীয় সংসদ সদস্য স্বপন ভট্রাচার্য্য৷ বিশেষ অতিথি ছিলেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোকাররম হোসেন৷
আট দলীয় এ খেলার ফাইনালে উত্তীর্ণ হয় মণিরামপুর সদর ইউনিয়ন ও হরিহরনগর ইউনিয়ন। ফাইনাল খেলায় সদর (মণিরামপুর) ইউনিয়ন ১-০ গোলে হরিহরনগর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে একটি ষাড় ও রানার্সআপ দলকে একটি খাসি ছাগল পুরস্কার প্রদান করা হয়। খেলায় রেফারির দায়িত পালন করেন মণিরামপুরের নেহালপুর এলাকার সাবেক স্বনামধন্য হা-ডু-ডু খেলোয়াড় মাষ্টার আতিয়ার রহমান। খেলার সার্বিক তথ্যাবধায়কের দায়িত্ব পালন করেন মরহুম গোলাম মোস্তফার জৈষ্ঠ্য পুত্র পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল।
খেলা দেখতে উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে শতশত দর্শকের আগমন ঘটে এবং সুন্দর ও মনোরম পরিবেশে খেলা উপভোগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here