মরনোত্তর বিশেষ যাত্রা পদক পেলেন অমর বংশীবাদক ও যাত্রারত্ন যতীন্দ্রনাথ দত্ত

0
560

উত্তম চক্রবর্তী, মণিরামপুর(যশোর)অফিস : দক্ষিণ বাংলার যাত্রা আন্দোলনের অন্যতম দিশারী প্রয়াত অমর বংশীবাদক ও যাত্রারত্ন যতীন্দ্রনাথ দত্ত, যাত্রা শিল্পে বিশেষ অবদান রাখায় যশোরের মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক মরনোত্তর বিশেষ যাত্রাপদকে ভূষিত হয়েছে৷
গত ১৬ নভেম্বর যশোর রেড ক্রিসেন্ট সোসাইটি মিলনায়তনে মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত কবি, সাহিত্যিক ও শিল্পী সম্মেলনে প্রয়াত এই গুনী শিল্পীকে মরনোত্তর পদক প্রদান করা হয়৷
ডাঃ মোকাররম হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল গাজী শহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আবুল কালাম আজাদ৷
বিশেষ অতিথি ছিলেন, মাইকেল মধুসূদন একাডেমী, ঢাকার মহা পরিচালক সাহিত্যরত্ন, কবি সন্তোষ কুমার দত্ত, কবিরত্ন তারাপদ দাস, মুক্তিযোদ্ধা কমান্ডার আমিরুল ইসলাম রন্টু, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার কাসেদুজ্জামান সেলিম, নাট্যকার অশোক বিশ্বাস, এস আমির, মেজর শ্যামল কান্তি সরকার প্রমুখ৷
উল্লেখ্য, যাত্রারত্ন যতীন্দ্রনাথ দত্ত যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের যোগেন্দ্রনাথ দত্তের দ্বিতীয় পুত্র এবং যশোরের কৃতি সন্তান৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here