মাদকমুক্ত দেশ গড়তে ভারত বাংলাদেশ সাইকেল শোভাযাত্রা

0
307

বিশেষ প্রতিনিধি : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে ভারত-বাংলাদেশ ওয়াল্টন সম্প্রীতির সাইকেল শোভাযাত্রা শুরু হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টার বাংলাদেশের ৫জনসহ ভারত থেকে ১৭ সদস্যের একটি দল কলকাতা থেকে যাত্রা শুরু করে সোমবার বেনাপোল ইমিগ্রেশন পার হয়ে নড়াইলের উদ্দেশ্যে যাত্রা করে।
নড়াইল, মাগুরায় পৃথক মাদক বিরোধী সমাবেশ শেষে ঢাকায় পৌছাবে এ শোভাযাত্রাটি। ঢাকার জাতীয় প্রেসক্লাব ও বঙ্গবন্ধু স্টেডিয়ামে মাদক বিরোধী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এ সাইকেল শোভাযাত্রা।
ভারতের ১২ সদস্যের প্রতিনিধি দলের ক্যাপ্টেন মিহির দাস বলেন, আমরা দুই বাংলার যুব সমাজ যদি এক সাথে জেগে উঠে এবং মাদক বিরোধী সমাজ গড়ার জন্য প্রচারণা চালিয়ে যেতে পারি তাহলে হয়ত আমাদের সমাজ থেকে মাদক নির্মুল করা সম্ভব হবে।
নড়াইল এক্সপ্রেস মাশরাফির বিন মর্তুজার আমন্ত্রণে নড়াইলে মাদক বিরোধী সমাবেশ করবো বলে জানান ক্যাপ্টেন মিহির।
গত ২২ মার্চ ঢাকা থেকে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল উৎসর্গ ফাউন্ডেশনের সহযোগিতায় কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে করে। ওই দল ভারতের সাথে সংযুক্ত হয়ে ১৭ সদস্য’র সাইকেল শোভাযাত্রা শুরু করে এবং ৩০ তারিখে ভারতীয় সদস্যরা দেশে ফিরে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here