মালয়েশিয়ায় পাহাড় ধসে ও সড়ক দুর্ঘটনায় রাজগঞ্জ এলাকার দুজন নিহত : চলছে শোকের মাতম

0
532

উওম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস : শুক্রবার (২৪ আগস্ট) মালয়েশিয়ায় পৃথক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার দুই জন নিহত হয়েছে৷
স্থানীয় মইন হোসেন জানিয়েছেন, মালয়েশিয়ার পেনাং রাজ্যে ওইদিন বিকেলে পাহাড়ে রাস্তা কাটার কাজ করার সময় পাহাড়ের মাটি ধসে উপজেলার রাজগঞ্জের ইত্যা গ্রামের ছায়েদ আলীর ছেলে আমিন ওরুফে ইরফান (৩২) ঘটনাস্থলেই নিহত হয়েছে৷ এসময় একই এলাকার দিন ইসলাম ওরুফে দিলু মিয়া (৪৭) নামে ইরফানের এক ভগ্নিপতি গুরুতর আহত হয়৷ নিহত ইরফানের বাড়িতে আব্দুর রহমান (৩) ও সুলতান (১) নামে তার দুই পুত্র সন্তান সন্তান রয়েছে৷ সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনার জন্য নয় বছর আগে স্বপ্নের দেশ মালয়েশিয়ায় পাড়ি দিয়েছিলেন ইরফান৷ আহত দিলু মিয়াকে মালয়েশিয়ায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আগামী বুধবার ইরফানের লাশ গ্রামের বাড়িতে পৌঁছুতে পারে বলে জানান মইন৷
এদিকে, একই দিনে উপজেলার রাজগঞ্জের কাঠালতলা-সমশেরবাগ গ্রামের মৃত আক্কাজ আলীর ছেলে নিছার উদ্দিন (৫০) মালয়েশিয়ায় বাই সাইকেল যোগে কাজে যাওয়ার সময় (সকাল ৬টার দিকে) সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে৷ নিহত নিছার মালয়েশিয়ায় একটি নির্মাণ সাইটে কাজ করতো৷ নিহত নিছার ১ ছেলে ও ২ মেয়ের জনক৷
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিছার উদ্দিন দীর্ঘ ১২ বছর মালয়েশিয়ায় ছিলো৷ এরমধ্যে একটি বারও দেশে আশেনি৷ ছেলে-মেয়েদের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করার ইচ্ছা ছিলো তার৷ আগামী মঙ্গলবার নিছারের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছুতে পারে বলে জানান তার স্বজনেরা৷ পৃথক দুটি দুর্ঘটনায় নিহত রাজগঞ্জ এলাকার দুই জন মালয়েশিয়া প্রবাসীর বাড়ীতে ইত্যা ও কাঠালতলা-সমশেরবাগ গ্রামে চলছে শোকের মাতম৷ শোকের ছায়া নেমে এসেছে এলাকায়৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here