মাশরাফিকে নিয়ে যা বললেন তামিম

0
501

নিজস্ব প্রতিবেদক : দ্রুতই মাঠে ফিরবেন তামিম ইকবাল। এমন আশাবাদ তার নিজেরই। মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ইনজুরির অবস্থা জানানোর পাশাপাশি সতীর্থদের নিয়ে কথা বলেন। জানালেন দলের সম্ভাব্য কোচের কথাও।হাতুরাসিংহে চলে যাওয়ার পর হেড কোচ ছাড়া বাংলাদেশ খেলেছে দুটি আন্তর্জাতিক ক্রিকেট। ঘরের মাঠে শ্রীলঙ্কাকে তিন জাতি ক্রিকেট ছাড়াও মোকাবেলা করেছে টেস্ট ও টি-২০ ক্রিকেটেও। ব্যর্থতার স্পষ্ট ছাপ ছিল তাতে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে বাংলাদেশ অবশ্য ভালো ক্রিকেট খেলেছে। ফাইনালে জিততে না পারলেও কোর্টনি ওয়ালশের অধীনে খেলা দলটি প্রশংসা কুড়িয়েছে।কোচ প্রসঙ্গে তামিম বলেন, বিশ্বকাপের এখনো ঢের সময় বাকি। একজন নতুন কোচ এলে তিনি এরই মধ্যে দল গুছিয়ে নিতে পারবেন। আগামী বছরের মে মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ক্রিকেট। স্বাভাবিকভাবেই বড় দলগুলো ইতোমধ্যে নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে। শুরু করেছিল বাংলাদেশও। কিন্তু যার হাত ধরে এগিয়ে যাওয়ার লক্ষ্যে ছিল বাংলাদেশ সেই হাতুরাসিংহেই ছেড়ে চলে যায় তাদের। তবে যত দ্রুত সম্ভব একজন কোচ নিয়োগের ব্যাপারেও আপ্রাণ চেষ্টা করছে বিসিবি।জাতীয় দল ইদানীং সিনিয়রদের ওপর যেন নির্ভরশীল হয়ে পড়েছে। সিনিয়ররা ভালো না করলে আর এগোতে পারে না দল। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘আসলে সিনিয়রদের পাশাপাশি তরুণেরা ভালো করলে এ দলটি আরো সাফল্যের মুখ দেখবে। আশা করি, তরুণেরা সেটা বুঝবেন, তাদের কী করতে হবে। তবে আমি দেখি তারা সব সময়ই খুব পরিশ্রম করেন। আশা করি তারা ভালো করবেন।মাশরাফিতে ভীষণ মুগ্ধ জাতীয় দলের এ ওপেনার। বারবার ইনজুরিতে বাধাগ্রস্ত হয়েছে তার এগিয়ে যাওয়া। জাতীয় দল থেকে বাদ পড়েছেন। আবার ফিরেছেন। এখনো অসাধারণ পারফরম্যান্স করে চলেছেন তিনি। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে এক ম্যাচ এখনো বাকি আবাহনীর। ইতোমধ্যে মাশরাফি উইকেট সংগ্রহে ছাড়িয়ে গেছেন সবাইকে। এমনকি রেকর্ডও করেছেন ৩৮ উইকেট নিয়ে। এত বেশি উইকেট আর কখনো কেউ নেয়নি।তামিম বলেন, তিনি প্রায় তার ক্যারিয়ারের শেষভাগে। এ মুহূর্তে এমন পারফরম্যান্স করা চাট্টিখানি কথা নয়। তার ওই পারফরম্যান্স প্রমাণ করে- তিনি ঘরোয়া ক্রিকেটেও কতটা সিরিয়াস। তিনি যদি তার সামর্থ্যরে ৫ বা ১০ ভাগ কম দিয়েও খেলতেন তাহলেও সম্ভব ছিল না। যারা তাকে আদর্শ হিসেবে মনে করেন তাদের জন্য মাশরাফির ওই পারফরম্যান্স বড় উদাহরণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here