মিয়ানমার বর্ডার সিল করল সরকার

0
408

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার থেকে বাংলাদেশে নতুন করে আর যেন কোনো শরণার্থী (রোহিঙ্গা বা অন্যান্য মিয়ানমার নাগরিক) আসতে না পারে সেজন্য বাংলাদেশ সব ধরণের ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বলেন, ‘ইতোমধ্যে দেশটির সঙ্গে বর্ডার সিল করে দেওয়া হয়েছে। এখন আর কাউকে ঢুকতে দেয়া হবে না।’

বুধবার বাংলাদেশে সফররত জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মিয়ানমার থেকে নতুন করে শরণার্থী আসছে বাংলাদেশ তাদের জায়গা দেবে কি না প্রশ্ন রাখা হলে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমরা আর কাউকে নেব না। আমরা মিয়ানমার বর্ডার সিল করে ফেলেছি।’

মিয়ানমার বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন ও চিন প্রদেশে নতুন করে সেনা অভিযান চালাচ্ছে। এই অভিযানের ফলে এই দুই রাজ্যে বসবাসকারী বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইন ও খুমিসহ বিভিন্ন নৃ-গৌষ্ঠীর লোকজন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে বলে গণমাধ্যমে খবর এসেছে। এরইমধ্যে দেশটির সঙ্গে বর্ডার সিল করার বিষয়টি জানালেন পররাষ্ট্রমন্ত্রী।

জোলির সাথে বৈঠক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে অনেকগুলোে দশ আমাদের অঙ্গীকার করেছে যে তারা সাহায্য দিবে। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী তারা তা দিচ্ছে না।’

‘জোলিকে বলেছি, আপনি তাদের সাহায্যে এগিয়ে আসুন। আপনি (জোলি) ইচ্ছে করলে তাদের সাহায্যে কনসার্ট করতে পারেন, যেটা আমাদের মুক্তিযুদ্ধের সময় জর্জ হ্যারিসন করেছিলেন। আপনি অনেক বড় কন্ঠস্বর। আপনার কথা সবাই শুনবে।’

রোহিঙ্গাদের জন্য আসা অনুদানের বিষয়টি জোলির সামনে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ‘এ বছর ইউএনএইচসিআরের তথ্যমতে এখন পর্যন্ত আসার কথা ৯৫২ মিলিয়ন ডলার। অথচ যেটা এসেছে সেটা শতকরা ৪০ ভাগও আসেনি। গত বছর ভালো এসেছিল। যারা কথা দিয়েছিল সেই অনুযায়ী শতকরা ৭০ ভাগ দিয়েছিল। এবার এমন আসছে না, আপনি (জোলি) একটু সাহায্য করেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here