মীর মোশাররফ হোসেন বাবুকে ঢাকায় স্থানান্তর, সুস্থতা কামনা।

0
484

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত যশোরের ব্যবসায়ী নেতা মীর মোশাররফ হোসেন বাবুকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় এবং জ্বর না নামায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে পাঠানো হয়। আজ মঙ্গলবার বেলা ১১টায় তিনি সেখানকার স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগে গত ২০ জুন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো নমুনা পরীক্ষার ফলে বাবুকে করোনা পজেটিভ বলে শনাক্ত করা হয়। ওইদিনই তিনি যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
মীর মোশাররফ হোসেন বাবু তাকে ঢাকায় স্থানান্তরের কথা আজ বেলা একটার দিকে সুবর্ণভূমিকে জানান।
তিনি বলেন, যশোরের যে হাসপাতালটিতে তিনি ভর্তি হয়েছিলেন, সেখানকার পরিবেশ মোটেই ভালো না। ডাক্তার দেখলেও তার অবস্থার কোনো উন্নতি হয়নি; বরং অবনতি হয়েছে। শ্বাসকষ্ট বেড়েছে, জ্বর কমেনি।
এদিকে তার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক, দৈনিক যশোরের প্রধান সম্পাদক ও ম্যাগপাই নিউজের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।