মুশফিকের ২০তম অর্ধশতক

0
391

ক্রীড়া ডেস্ক : এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে চাপের মুখে থেকেও ক্যারিয়ারের ২০তম অর্ধশতক তুলে নিয়েছেন বাংলাদেশের রান মেশিন খ্যাত ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মাত্র ৬৭ বলে ১টি ছক্কা ও ৩টি চারের মারে হাফ সেঞ্চুরি করেন এ ব্যাটসম্যান।

এদিকে মিথুনের হাফ সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে শুরুর ধাক্কা সামলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রতিরোধ গড়েছেন এ দুই ব্যাটসম্যান।২৩.২ ওভার পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২৩/২। মুশফিক ৫৯ ও মিথুন ৫৭ রানে অপরাজিত আছেন।

এর আগে দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়।

আর ১৪তম এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ের শুরুতেই বড় ধাক্কা খায় মাশরাফি বাহিনী। প্রথম ওভারে লিটন দাস ও সাকিব আল হাসান শূন্যরানে আউট হয়ে সাজঘরে ফিরেন। এরপরই হাতের আঙ্গুলের ইনজুরিতে পড়ে রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তামিম ইকবাল। ফলে মাত্র ৩ রানের মধ্যে ৩ ব্যাটসম্যান ফিরে যাওয়ায় হোঁচট খেয়েছে টাইগাররা।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ:
উপুল থারাঙ্গা, ধনঞ্জয়, কুশল পেরেরা, অ্যাঞ্জেল ম্যাথুস, কুশল মেন্ডিস, থিসারা পেরেরা, শানাকা, মালিঙ্গা, সুরঙ্গা লাকমাল, অপনসো, দিলরুয়ান পেরেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here