মেসির ঘরে জায়গা হলো না শুধু রোনালদোর

0
371

ক্রীড়া ডেক্স :  ম্যাচের পর বিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে জার্সি বদল করছেন লিওনেল মেসি, এই দৃশ্য সচারচর মাঠে দেখা যায় না। লাজুক স্বভাবের মেসি মাঠে আগুন জ্বালিয়ে চুপচাপ মাঠ ছেড়ে বেরিয়ে যান। কিন্তু মঙ্গলবার মেসি ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেছেন। যা দেখলে মাথা ঘুরে যাবে।

তার ‘মেমোরাবিলিয়া’ ঘরে রয়েছে শুধুই বিপক্ষ খেলোয়াড়দের জার্সি। তার মাঝখানে বসে রয়েছেন মেসি ও তার পুত্র থিয়াগো। মেসি সদ্যই জানিয়েছেন যে, ফুটবল ক্যারিয়ারে তিনি শুধুমাত্র জিনেদিন জিদানকেই জার্সি বদলের আবদার করেছিলেন।

ছবি দেখা বোঝাই যাচ্ছে যে, মেসি ম্যাচের পর ড্রেসিংরুমে গিয়েই জার্সি বদলে নেন। আর সেই প্রতিটি জার্সিই তিনি সযত্নে ঘরে সাজিয়ে রেখেছেন। মেসির সংগ্রহে বিপক্ষ দেশ ও ক্লাবের ফুটবলারদের জার্সি রয়েছে।

কিংবদন্তি থেকে সাধারণ মানের ফুটবলারদের জার্সিও রেখেছেন তিনি। রিয়াল মাদ্রিদের ইকার ক্যাসিয়াস থেকে জেরার্ড পিকের জার্সি রয়েছে তার ঘরে৷ কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর কোনও স্থান নেই সেখানে। রাউল থেকে ফ্রান্সেসকো টোটি, থিয়েরি অঁরি থেকে ফিলিপ লাম রয়েছে সেই তালিকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here