যশোরের চুড়ামনকাটি ইউনিয়নকে ঢেলে সাজানোর আশ্বাস দিলেন কাজী নাবিল আহমেদ

0
795

নিজস্ব প্রতিবেদক : যশোরের ছাতিয়ানতলা-চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, চুড়ামনকাটি ইউনিয়নকে ঢেলে সাজানো হবে। অতি দ্রুত এ ইউনিয়নে ৫টি স্কুল, কলেজ, মাদ্রাসার বিল্ডিং, ৫ কিলোমিটার পাকা রাস্তা ও ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের শুরু হবে। চুড়ামনকাটি ইউনিয়নের চেহারায় পাল্টে যাবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এসব তার উল্লেখযোগ্য প্রমান। তাই দেশের উন্নয়নে ধারা সঠিক ভাবে বাস্তবায়ন করতে সবাইকে শেখ হাসিনা সরকারকে সহযোগিতা করতে হবে। শেখ হাসিনা সব সময় দেশ ও দেশের মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করেন। গতকাল প্রতিষ্ঠানের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। ভাল ফলাফল অর্জন করবে। তোমরা আগামীদিনের কর্ণধর। তোমাদের মেধা-মনন দিয়ে উন্নত, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে অংশ নিতে হবে। প্রতিষ্ঠানের সভাপতি চুড়ামনমাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু, জেলা আওয়ামী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখেন মজুমদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু মুসা মধু, জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, সৈয়দ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের সদস্য আনিসুর রহমান আনিস, শহরের আহবায়ক মাহামুদ হাসান মিলু, সদরের যুগ্ম-আহবায়ক মাজহারুল ইসলাম মাজহার ও শহীদুজ্জামান শহীদ, সদস্য ইমরান খান ছাপ্পান, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল খান, চাঁচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ফুল, এম এম কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা জাকির হোসেন জুম্মান, যশোর সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কায়েস আহমেদ রিমু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here