রাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে নবীন বরণ

0
375

ফুয়াদ পাবলো ,রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০১৮-১৯ শিক্ষা বর্ষের নবীনদের বরণ করে নেয়া হয়েছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জর সমাদ্দার ছাত্র শিক্ষক সম্মেলন কেন্দ্রে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়।

আইইআর চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান রাতুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) পরিচালক অধ্যাপক ড.আবুল হাসান চৌধুরী। অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী ড. কায়েস উদ্দীন, আইইআরের সহকারী অধ্যাপক হ্যাপি কুমার দাস, সহকারী অধ্যাপক গৌতম রায়, সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইনস্টিটিউটের পরিচালক আবুল হাসান চৌধুরী বলেন, নবীণরাই হচ্ছে দেশের ভবিষ্যত।আমরা তো বুড়িয়ে যাচ্ছি, পুরোনো হচ্ছি দিন দিন, কিন্তু নবীনরা হচ্ছে অসীম সম্ভবনাময়ী।শিক্ষক হিসেবে আমাদের কাজ শুধু একটুকু, সেই সম্ভাবনার দ্বারটুকু উন্মোচন করে দেয়া। আমরা শিক্ষকেরা যদি একেকটা প্রদীপের ভূমিকা পালন করি, ঐ প্রদীপ দিয়েই সকল প্রদীপ জ্বালানো যায়, আমরা চেষ্টা করবো সকল প্রদীপ জ্বালিয়ে দেয়ার।

আইইআর তৃতীয় ব্যাচের শিক্ষার্থী রাওফিল ফাইম ও আফরোজা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে নবীণদের উদ্দেশ্য স্বাগত বক্তব্য দেন প্রথম ব্যাচের শিক্ষার্থী নাইমা আক্তার, দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী আতিয়া তাহমিদা, তৃতীয় ব্যাচের শিক্ষার্থী তামিম আল নূর।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে অংশ নেন আইইআরের সকল ব্যাচের শিক্ষার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here