যশোরের ছয়টি আসনে মহাজোট প্রার্থীর বিপক্ষে ঐক্যফ্রন্টের প্রার্থী কারা এমন প্রশ্ন সর্বমহলে ?

0
648

এম আর রকি : একাদশ জাতীয় সংসদের নির্বাচনের আমেজ এখন চায়ের দোকান থেকে শুরু করে সর্বস্থানে। নির্বাচনে কোন দলের কে চুড়ান্ত প্রার্থী হয়েছে। আবার ঐক্য ফ্রন্টের কে চুড়ান্ত প্রার্থী হচ্ছে এমন প্রশ্ন গোটা যশোর বাসীর মধ্যে ঘুরপাক খাচ্ছে। যতই প্রার্থীতার জন্য গ্রুপিং ও লবিং করুক না কেন আগামী ৯ ডিসেম্বর চুড়ান্তভাবে বেরিয়ে আসবে ক্ষমতাসীন আওয়ামীলীগের যশোরের ৬ টি আসনের বিপরীতে ধানের শীষ প্রতীক নিয়ে কারা নির্বাচনে লড়বে? গত কয়েকদিন যাবত যশোর শহরসহ আশপাশ এলাকায় খোঁজ খবর নিয়ে এমন তথ্য মিলেছে।
মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানাগেছে, এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের জন্য যশোরের ছয়টি আসনে যারা চুড়ান্তভাবে দলীয় টিকিট পেয়ে এলাকায় নেমে পড়েছেন। তাদের মধ্যে সংসদীয় আসন ৮৫, যশোর-১ (শার্শা উপজেলা) এলাকায় আওয়ামীলীগের শক্ত প্রার্থীর জন্য ঐক্যফ্রন্টের পক্ষে বিএনপি’র প্রার্থী মফিকুল ইসলাম তৃপ্তি লড়ছে। মফিকুল ইসলাম তৃপ্তির সাথে আওয়ামীলীগের শক্ত প্রার্থী শিল্পপতি শেখ আফিল উদ্দিনের হাড্ডা হাড্ডি লড়াই হবে। সেক্ষেত্রে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ এবং সুষ্ঠু হওয়ার উপর নির্ভর করছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাতে পর্যন্ত বেনাপোল বাজার,শার্শা উপজেলাসহ যে ক’টি ইউনিয়নে বাজার,গঞ্জ,হাট ও চায়ের দোকান রয়েছে। সেই সব স্থান গুলিতে নির্বাচনী আমেজ জোরেসোরে বইতে শুরু করেছে। বর্তমান এমপি শেখ আফিল উদ্দিন বনাম মফিকুল ইসলাম তৃপ্তির অবস্থান এখন ভোটারদের মুখে মুখে। সংসদীয় আসন ৮৬, যশোর-২(ঝিকরগাছা-চৌগাছা) আসনটিতে আওয়ামীলীগের নতুন মুখ অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা ডাক্তার নাসির উদ্দিন ও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে সাবেক সংসদ জামায়াতের মুহাদ্দিস আবু সাঈদের নাম জোরে সোরে বইতে শুরু করেছে। এখন ঐক্যফ্রন্ট থেকে টিকিট পাওয়ার উপর নির্ভর করতে মুহাদ্দিস আবু সাঈদ।সংসদীয় আসন ৮৭,যশোর-৩ আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এর বিপরীতে বিএনপি তথা ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপি’র খুলনা বিভাগীয় নেতা সাবেক তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিতের প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।সংসদীয় আসন ৮৮,যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর ও যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়ন) আসনে আওয়ামীলীগের চুড়ান্ত প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য বাবু রনজিত কুমার রায়কে চুড়ান্ত করা হলেও এই আসনে মহাজোটের শরীক দলের ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড ইকবাল কবির জাহিদকে ও ফেলে দেওয়া যায়না। তার কারণ শরীক দলের প্রার্থী হিসেবে ইকবাল কবির জাহিদকে এই আসনে চুড়ান্ত করার কথা ছিল বলে সূত্রগুলো দাবি করেছে। তবে এই আসনে বিএনপি’র তথা ঐক্য ফ্রন্টের পক্ষে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য টিএস আইয়ূবকে চুড়ান্ত নয় তার সহধর্মিনীকে করার কথা এলাকায় গুঞ্জন রয়েছে। সংসদীয় আসন ৮৯,যশোর-৫(মনিরামপুর উপজেলা) আসনে আওয়ামীলীগের বর্তমান এমপি স্বপন ভট্টাচার্যকে মহাজোটের প্রার্থী হিসেবে চুড়ান্ত ঘোষনা দেওয়া হয়েছে। এই আসনে বিএনপি তথা ঐক্য ফ্রন্টের মুফতি মুহাম্মদ ওয়াক্কাসকে গুরুত্ব দেওয়া হতে পারে বলে সূত্রগুলো মনে করেছেন। কোন ভাবে মুফতি ওয়াক্কাসকে না দেওয়া হয় তাহলে ঐক্যফ্রন্টের নতুন কোন মুখকে দিয়ে এই আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের বিপরীতে নির্বাচন করানো হতে পারে। সংসদীয় আসন ৯০,যশোর-৬ (কেশবপুর উপজেলা) আসনে আওয়ামীলীগ তথা মহাজোটের প্রার্থী বর্তমান এমপি ও সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেককে চুড়ান্ত করা হয়েছে। মহাজোটের প্রার্থীর বিপক্ষে ঐক্য ফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপি’র ধানের শীষ প্রতীকে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদকে চুড়ান্ত করা হতে পারে বলে সূত্রগুলো দাবি করেছে। যশোরের ছয়টি আসনে আওয়ামীলীগের প্রার্থীর বিপক্ষে বিএনপি তথা ঐক্য ফ্রন্টের কে প্রার্থী হিসেবে যোগ্য এমন প্রশ্ন এখন চায়ের দোকান শুরু করে সকল স্থানে। আগামী ৯ ডিসেম্বর চুড়ান্ত প্রার্থীদের হিসাব নিকাশ মিলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here