যশোরের জঙ্গি আস্তানার ভবন থেকে পাঁচটি পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে: পুলিশ সুপার

0
460

নিজস্ব প্রতিবেদক : যশোরের ঘোপ নওয়াপাড়া রোডে জামে মসজিদের পেছনের একটি চারতলা বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ। ওই ভবন থেকে পাঁচটি পরিবারকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান। সোমবার বেলা ১১টা ২৫ মিনিটে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

আনিসুর রহমান বলেন, ‘পাঁচটি পরিবারকে নিরাপদে নামিয়ে এনেছি। সেখানে জঙ্গি মারজানের ছোট বোন খাদিজা রয়েছে। অমরা তাকে নেমে আসার আহ্বান জানিয়েছি। তার মোবাইল ফোন অন করতে বলেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা তাকে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের সঙ্গে আলোচনা করার আহ্বান জানিয়েছি। আমরা এ আহ্বান অব্যাহত রাখবো।’
জঙ্গি আস্তানায় কত জন আছেন? জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
বেলা ১১টা ১৫ মিনিটে হ্যান্ড মাইকে পুলিশ সুপার আনিসুর রহমান খাদিজাকে আত্মসমর্পণ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনি নেমে আসুন। আপনার সন্তানদের কথা চিন্তা করুন। আমরা আপনাকে সাহায্য করবো।’

উল্লেখ্য, রবিবার রাত ১০টায় যশোরের ঘোপ নওয়াপাড়া রোডে জঙ্গি আস্তানা সন্দেহে একটি চারতলা বাড়ি ঘিরে রাখে পুলিশ। জানা গেছে, ওই বাড়িটির মালিক যশোর জিলা স্কুলের শিক্ষক হায়দার আলীর শ্বশুর। হায়দার আলী সাংবাদিকদের বলেন, ‘আমার স্ত্রী ইসমত আরা বাবলী। তারা তিন বোন। পৈত্রিক সূত্রে ওই ভবনের একটি করে ফ্লোর পেয়েছেন তারা। আমার স্ত্রী ওই বাড়ির দ্বিতীয় তলায় দুটি ফ্ল্যাট পেয়েছেন। আর ভবনের নিচ তলা ফাঁকা আছে। আমাদের ফ্ল্যাটগুলোতে দুটি পরিবার ভাড়া থাকে। আমি পাশে আরেকটি বাড়িতে ভাড়া থাকি। রবিবার ভোর চারটার দিকে আমি এক আত্মীয়ের মাধ্যমে জানতে পারি রবিবার রাত ১০টা থেকে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে চলে আসি। কিন্তু আমাকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘ধারণা করছি বাসার পশ্চিম পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া মশিয়ার রহমান ও তার পরিবারকে সন্দেহ করা হচ্ছে। মশিয়ার রহমানের বাড়ি কুষ্টিয়ায়। তিনি একটি হারবাল কোম্পানিতে চাকরি করেন। তিন সন্তান ও স্ত্রী নিয়ে বাসা ভাড়া করে গত একবছর ধরে এ বাসায় থাকেন মশিয়ার রহমান।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here