যশোরের পল্লীতে জমি দখল নিয়ে হামলা ও শ্লিলতাহানীর অভিযোগে মামলা দায়ের

0
392

বিশেষ প্রতিনিধি: সদর উপজেলার হামিদপুর গ্রামে ৩০ শতক জমি দখলে প্রতিবাদ জানানোর ফলে সন্ত্রাসীরা একই পরিবারের তিন নারীর কাপড় চোপড় টানা হেচড়া করে তাদের কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে কোতয়ালি মডেল থানায় শুক্রবার রাতে মামলা রুজু করা হয়েছে। মামলার আসামীরা হচ্ছে, যশোর সদর উপজেলা হামিদপুর গ্রামের মৃত আব্দুল্লাহ খা’র ছেলে ইয়াছিন খা,মৃত আব্দুল্লাহ খানের জামাতা মাসুদ, মৃত আব্দুল্লাহ খাঁর মেয়ে হালিমা,রেক্সনা,আফসানা,আসমা ও মাতা হালিমা বেগম।
যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে রবিউল ইসলাম কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, আসামীরা হামিদপুর ৮৬ নং মৌজার এসএদাস ৮৩৮ এর ৩০ শতক জমি দখলের উদ্দেশ্যে গত ১৪ আগষ্ট দুপুর ১২টায় জমিতে আসে। রবিউল ইসলামের ভাবী রাবেয়া, মেয়ে রিনা খাতুন,স্ত্রী রোজিনা প্রতিবাদ জানালে সন্ত্রাসীরা পরনের শাড়ী কাপড় ধরে টানা হেচড়ার এক পর্যায় রোজিনা,রাবেয়াকে মারপিট ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাদের শরীর থেকে স্বর্ণালংকর ছিনিয়ে নেয়। এ সময় জমিতে থাকা বিভিন্ন প্রকারের দেড় লাখ টাকার গাছ কর্তন করে ক্ষতি সাধণ করে নির্বিঘেœ চলে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here