সীমান্তের ওপার থেকে ভারতীয় গরু আসার আশংকায় দেশীয় গরু খামারিরা হতাশার মধ্যে দিনাতি পাত করছে

0
414

এম আর রকি যশোর: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সীমান্তর ওপার থেকে কোরবানী উপলক্ষ্যে গরু আসার আশংকা প্রকাশ করেছে দেশীয় গরু খামারীরা। আর মাত্র ১১ দিন পর পবিত্র ঈদ-উল- আযহা। যশোরের সীমান্ত উপজেলা থেকে প্রতিদিন সীমান্তর ওপার ভারত থেকে বিভিন্ন পন্থায় ভারতীয় গরু টেনে হেঁচড়ে আনা হচ্ছে। বর্ডার সিকিউরিটিগার্ড বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র দায়িত্বরত কর্মকর্তা ও সদস্যরা গরুর ব্যাপারীদের কাছ থেকে সুবিধা নিয়ে ভারতীয় গরু পাচারের কারণে দেশীয় গরু খামারীরা তাদের খামারে গরু কেনাবেচায় লোকসানের আশংকা প্রকাশ করছে। সূত্রগুলো জানিয়েছেন,দেশীয় গরু খামারিরা তাদের খামারে তৈরিকৃত বিভিন্ন সাইজের গরুর দাম হাটে পাওয়ার আশা পোষন করে আসছে। সেই আশা এখন শুধু হতাশা হয়ে দেখা দেওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। সূত্রগুলো বলেছে,ভারতীয় গরু যশোর,ঝিনাইদহ,সাতক্ষীরা কুষ্টিয়া,চুয়াডাঙ্গাসহ ভারত সীমান্ড দিয়ে যে পয়েন্ট গুলি রয়েছে সেই পয়েন্ট থেকে প্রতিদিন ঢোকানো হচ্ছে। দেশীয় গরুর হাটে ভারতীয় গরুর বাজার সয়লাব হওয়ার আশংকা প্রকাশ করেছে গরু খামারিরা। অপর সূত্রগুলো বলেছে,দেশী খামারিরা তাদের খামারে তৈরীকৃত গরুর দাম উচ্চদাম পাওয়ার আশায় হাটে তোলার প্রস্তুতি গ্রহন করেছে। ভারতীয় গরু শুন্য হলে খামারিদের উদ্দেশ্য সফল হওয়ার আশা করছে অধিক মুনাফালোভী খামারিরা। আর মাত্র ১১ দিন পর পবিত্র ঈদুল আযহা। ঈদুল আযহার কারনে গ্রাম গঞ্জের হাট বাজারে গরু ছাগলের হাট এখনও জমে উঠেনি। সবাই ঈদের ৩/৪দিন পূর্বে হাটে তুলে তাদের তৈরিকৃত গরু কেনাবেচা আশা পোষন করে রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে যশোর জেলার কয়েকজন খামারিরা জানান,দেশীয় পর্যাপ্ত গরু তৈরি করা হয়েছে কোরবানীর জন্য। চাহিদা তুলনায় খামারিরা অধিক গরু তৈরি করেছেন। একটি সূত্র বলেছেন,অধিক মুনাফালোভী খামারিরা দেশীয় গরুর পাশাপাশি বিদেশী জাতের গরুকে মোটা তাজা করণ ট্যাবলেট খাওয়াতে শুরু করেছে। যাতে কোরবানীর হাটে অধিক দামে গরু বিক্রি করতে পারে। মোটা তাজা করণ গরুর মাংস স্বাাস্থ্যের জন্য ক্ষতি বলে মন্তব্য প্রকাশ করেছেন যশোরে কর্মরত চিকিৎসকরা। নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছেন,ভারতীয় গরু হাটে না উঠলে দেশীয় খামারিরা তাদের গরুর যে দাম চেয়ে বসে থাকবে তাতে কোরবানীর উদ্দেশ্যে ক্রেতাদের পক্ষে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। দেশীয় গরু উৎপাদনে খামারিরা যে ব্যয় করেছেন তার চেয়ে একটি গরু থেকে পাঁচগুন মুনাফা উপার্জনের আশা নিয়ে বসে রয়েছে বলে সূত্রগুলো দাবি করেছেন। যশোর জেলায় যে ক’টি গরুর খামার রয়েছে সে গুলি যশোর জেলার চাহিদা মিটিয়ে দেশের অন্য জেলার চাহিদা মেটাতে সক্ষম রয়েছে বলে সূত্রগুলো নিশ্চিত করেছেন।অপর একটি সূত্রগুলো বলেছে,কোরবানী ঈদের যে ক’দিন বাকী এর মধ্যে পশু হাটবাজার গুলির ইজারা দেওয়া সম্পন্ন প্রক্রিয়ার মধ্যে চলে এসেছে। পশু হাটগুলি যে টাকায় ইজারা দেওয়া হয়েছে। তাকে কোরবানীর হাটে পশু কেনাবেচায় তার প্রভাব পড়ার আশংকা প্রকাশ করেছে খামারিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here