যশোরের প্রিয়াঙ্গন জুয়েলার্সের চুরি যাওয়া আরো দশ ভরি গয়না উদ্ধার

0
331

বিশেষ প্রতিনিধি : যশোর কোতয়ালী থানার পাশে প্রিয়াঙ্গন জুয়েলার্সে দিনে দুপুরে চুরির সঙ্গে জড়িত অভিযোগে ডিবি পুলিশ রুবেল মিয়া ও নেপাল বিশ্বাস নামে দুইজনকে আটক করেছে। ডিবি পুলিশ বলেছে, তাদের হেফাজত থেকে ১০ ভরি সোনার গহনা উদ্ধার হয়েছে। যা প্রিয়াঙ্গন থেকে চুরি হয়েছিল। মঙ্গলবার দুপুরে যশোর পুলিশ সুপারের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
চলতি বছরের ২৭ জুন যশোর কোতয়ালি মডেল থানা থেকে মাত্র ১০ গজ অদূরে চৌরাস্তা মোড়স্থ প্রিয়াঙ্গন জুয়েলার্সে অভিনব কায়দায় চুরি হয়েছিল। এর আগে ওই ঘটনায় যুক্ত আরো চারজনকে আটক করা হয়েছিল। সেই সময় উদ্ধার হয়েছিল কিছু গহনা। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার জানান, চুরির ঘটনার পর কোতয়ালী থানায় মামলা হয়। মামলা তদন্তের দায়িত্ব পান জেলা গোয়েন্দা শাখা। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শামীম হোসেন তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত আসামিদের শনাক্ত করে ১৩ জুলাই চারজনকে আটক করেন। এরপর ২১ নভেম্বর তারা গাজীপুর, কিশোরগঞ্জ ও কুমিল্লা জেলায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত অভিযোগে ওই দুইজনকে আটক করেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, নেপাল বিশ্বাসের মালিকানাধীন শ্রীলক্ষ্মী শিল্পালয় থেকে ওই সোনার গহনা উদ্ধার করা হয। এই চোরদল যশোর ছাড়াও দেশের বিভিন্ন জেলায় গত পাঁচ বছর বিভিন্ন সোনা ও মোবাইল ফোনের দোকানে চুরির সঙ্গে জড়িত। আটক রুবেল মিয়া কুমিল্লা জেলার বুইগর বাঙ্গরা এলাকার মিজানুর রহমানের ছেলে এব নেপাল বিশ্বাস নরসিংদী জেলার মজুবন দৌলতকান্দী রেলস্টেশন এলাকার মৃত নবদ্বীপ বিশ্বাসের ছেলে। তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে।