২৯-৩০ নভেম্বর ওয়ার্কার্স পার্টি মতাদর্শ রক্ষা সমন্বয় কমিটির জাতীয় সম্মেলন

0
268

বিশেষ প্রতিনিধি : ২৯-৩০ নভেম্বর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মতাদর্শ রক্ষা সমন্বয় কমিটির জাতীয় সম্মেলন যশোরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে প্রস্তুতির কাজ সম্পন্ন প্রায় হয়েছে। মঙ্গলবার দুপুরে ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিটির সমন্বয়ক ইকবাল কবীর জাহিদ এ তথ্য জানান। লিখিত বক্তেব্য তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ১০ম কংগ্রেস বর্জন করেছিলাম। দেশবাসী লক্ষ্য করেছেন যে ১০ম কংগ্রেস একটি প্রহসন ও লেজুড়বৃত্তি ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের রাজনীতি বহাল রেখেছে।’ তিনি বলেন, ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব মার্কসবাদী-লেনিনবাদী আদর্শ থেকে বিচ্যুত হয়ে পার্টিকে সংস্কারবাদী, সুবিধাবাদী পার্টিতে পরিণত করেছে। এমনকি শীর্ষ নেতৃত্ব আজ রাজনৈতিক দুর্নীতির পাশাপাশি অর্থনৈতিক দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। তাই তারা তথাকথিত বাস্তবতার নামে বুর্জোয়া লেজুড়বৃত্তির রাজনৈতিক লাইন ও জোটনীতি তথা আওয়ামী লীগের সাথে স্থায়ী ঐক্যের নীতি-কৌশল গ্রহণ করে চলেছে। তাদের নেতৃত্বে পার্টি অধঃপতিত হয়ে একটি দেউলিয়া পার্টিতে পরিণত হয়েছে। অন্যদিকে আন্তঃপার্টি সংগ্রাম তথা দুইলাইনের সংগ্রামকে গলা টিপে হত্যা করতে শীর্ষ নেতৃত্বের প্রত্যক্ষ হস্তক্ষেপে বিভিন্ন জেলায় ভিন্নমতকে তুচ্ছ তাচ্ছিল করা, ব্যখ্যা না করে একতরফভাবে কেন্দ্রীয় দলিল পাশ করিয়ে নেওয়া, অবিশ্বাস্য সংখ্যক ব্যক্তিকে পার্টি সভ্যপদ প্রদানের মাধ্যমে ভুয়া প্রতিনিধিদের ১০ম পার্টি কংগ্রেসে উপস্থিত থাকার সুযোগ করে দিয়েছিল। স্বচ্ছ ও জবাবদিহিমুলক কংগ্রেস অনুষ্ঠানে পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটির সভায় পার্টি সভ্যপদ যাচাই-বাছাই করার প্রস্তাব আমরা উত্থাপন করেছিলাম। কিন্তু সভ্যপদ যাচাই-বাছাইয়ের ঐ প্রস্তাব তারা সংখ্যাগরিষ্ঠতার জোরে নাকোচ করে দেয়। তাই, তাদের নতজানু অপোষকামী তথা তালমিল করে চলার নীতির কারণে তাদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করতে আমরা বাধ্য হয়েছি।
বুর্জোয়া লেজুড়বৃত্তি ও দক্ষিণপন্থী সুবিধাবাদী রাজনীতি পরিহার করে সত্যিকারের একটি বিপ্লবী পার্টি গড়ে তুলতে, পুঁজিবাদ সা¤্রাজ্যবাদ-বিরোধী সংগ্রাম তথা জাতীয় স্বার্থে তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষার সংগ্রামকে বেগবান করতে, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম এগিয়ে নিতে, জনগণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার লক্ষ্যে কর্মসূচি ভিত্তিক বাম গণতান্ত্রিক ফ্রন্ট গড়ে তোলার পাশাপাশি বহুধাবিভক্ত কমিউনিস্ট আন্দোলন পুনর্গঠনের মাধ্যমে এক পতাকার নিচে ঐক্যবদ্ধ কমিউনিস্ট পার্টি গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে এই জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বামপন্থী জাতীয় নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড সাইফুল হক, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমন্বয়ক কমরেড ইকবাল কবির জাহিদ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কমরেড নুরুল হাসান ও কমরেড মনোজ সাহা।উপস্থিত ছিলেন কমরেড অনিল বিশ্বাস, কমরেড জাকির হোসেন হবি, কমরেড নাজিমউদ্দিন, কমরেড জিল্লুর রহমান ভিটু, কমরেড ইসরারুল হক, কমরেড মিজানুর রহমান, কমরেড তরিকুল ইসলাম তারু, কমরেড মাসুদ, কমরেড সানোয়ার আলম দুলু, কমরেড শেখ আলাউদ্দিন, কমরেড খবির শিকদার প্রমূখ