যশোরের বাঘারপাড়া থানা হাজতে রিমান্ডে আনা হাজতী আসামীর রহস্যজনক মৃত্যু

0
1088

বিশেষ প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলার বাঘারপাড়া থানা হাজতে রিমান্ডে আনা হত্যা মামলার আসামি তন্ময় কুন্ডু (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় থানা হাজতের মধ্যে এ ঘটনা ঘটে। নিহত যুবক বাঘারপাড়া পশ্চিমা বলরামপুর মাদ্রাসা কর্মচারি আসাদুজ্জামান হত্যা মামলার ২ নং আসামী। হাজত খানায় যুবক তন্ময় আন্তহত্যা করেছে নাকি পুলিশি নির্যাতনে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনও পরিস্কার হওয়া যায়নি। নিহত যুবকের গলায় কম্বলের আনুমানিক এক হাত লম্বা টুকরো (ফিতার মত) জড়ানো ছিলো।
মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই শাহআলম সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার বিকাল সাড়ে ৪টায় হাজতী আসামী তন্ময়কে যশোর কেন্দ্রীয় কারাগারের জেল হাজত থেকে একদিনের রিমান্ডে বাঘারপাড়া থানায় এনে থানা হাজতে রাখা হয়। এ সময় ডিউটিরত কনস্টেবলকে বলা হয় তন্ময়কে যেন ইফতারির খাবার দেওয়া হয়। ডিউটিরত কন্সটেবল হাজতের ভেতর খাবার দিতে যান। হাজতের ভেতর তন্ময়কে দেখতে না পেয়ে তিনি বাথরুমে উকি দেন। সেখানেই তন্ময়কে অচেতন অবস্থায় দেখতে পেয়ে সে অন্যান্যদের খবর দেয়। এরপর তাকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বাঘারপাড়া হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ইসরাত নাজনীন জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তন্ময়ের মৃত্যু হয়েছে। প্রাথমিক অবস্থা দেখে মনে হচ্ছে তার হ্নদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। বাঘারপাড়া থানার ওসি মঞ্জুরুল আলম সাংবাদিকদের জানিয়েছেন, তন্ময় আত্মহত্যা করেছে। এর বেশি এখন বলতে পারছি না। লাশের সুরোতহাল রিপোর্ট করার জন্য যশোর থেকে দুইজন ম্যাজিষ্ট্রেট রওনা হয়েছেন। এ সংবাদ শুনে অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার ও ‘খ’ সার্কেল গোলাম রব্বানী শেখ ঘটনাস্থলে উপস্থিত হন। একটি সূত্র জানিয়েছে, থানা হাজতে আত্মহত্যা করার সুযোগ নেই বললেই চলে। এক হাত কম্বলের টুকরো দিয়ে নিজের গলায় নিজে ফাঁস দিয়ে আত্মহত্যা করা যায় কিনা সে বিষয়টিও সন্দিহান রয়েছে। উলেøখ্য নিখোঁজের তিনদিন পর গত ১১ মে বাঘারপাড়ার পশ্চিমা বলরামপুর মাদ্রাসার অফিস সহকারি আসাদুজ্জামনের ব¯Íাবন্দি লাশ উদ্ধার হয়। পরদিন থানায় নিহতের স্ত্রী বাদি হয়ে ৭জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। তন্ময় এ মামলার ২ নং আসামি। এ মামলায় তন্ময়ের মা অর্পনা কুন্ডুকেও আসামি করা হয়। সে জেল হাজতে রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাজতী আসামী তন্ময়ের লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here