যশোরের মণিরামপুরে আওয়ামীলীগে দু’গ্রুপের সংঘর্ষে ব্যাপক ভাঙচুর, আহত ১০, আটক ২

0
494

বিশেষ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলায় আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। ব্যাপক ভাঙচুর করা হয়েছে স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়। এ ঘটনায় মণিরামপুর থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয়স সূত্রে জানাগেছে, গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার চিনাটোলা বাজারে চায়ের দোকানে তুচ্ছ ঘটনা নিয়ে আওয়ামীলীগকর্মী জাকির হোসেনের সঙ্গে রাসেল বাবুর বাগবিতন্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য ও সাবেক সংসদ সদস্য প্রয়াত খান টিপু সুলতানের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে একটি গ্রুপ হামলা চালিয়ে স্থানীয় শ্যামকুড় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ অফিসের আসবাবপত্র, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে। এ সময় সৃষ্ট সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতরা হলো জাকির হোসেন, রাসেল বাবু, বিল্লাল হোসেন, রবিউল ইসলাম, মিজানুর রহমান, হুসাইন আহম্মেদ, মিলন হোসেন প্রমুখ। আহতদের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতেই রাসেল বাবু বাদী হয়ে ১০/১২ জনকে অভিযুক্ত করে মণিরামপুর থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা মণিরামপুর থানার নজরুল ইসলাম সংবাদিকদের জানান, সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় মিজানুর রহমান ও বিল্লাল হোসেন নামের ২জনকে আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here