যশোরের মণিরামপুরে নারকেল পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬

0
360

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : মণিরামপুরে নারকেল পাড়া নিয়ে পারিবারিক কলহের জের ধরে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার পোড়াডাঙ্গা গ্রামে এঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই গ্রামের জাহাতাব গাজীর ছেলে আবু সাইদ (৪২), তার স্ত্রী রওশনারা (৩৫) ও আবু সাইদের শাশুড়ি নুর জাহান (৫০) এবং মৃত আফতাব গাজীর ছেলে সাহাজ উদ্দিন (৫০), তার স্ত্রী রাশিদা বেগম (৪০) ও ছেলে রাশেদ (১৭)। আবু সাইদ ও সাহাজ উদ্দিন সম্পর্কে চাচাতো ভাই। সংঘর্ষে আবু সাইদের পরিবার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আবু সাইদ জানান, কয়েক বছর আগে তিনি সাহাজ উদ্দিনের ভাই আইনুদ্দিনের কাছ থেকে সম্পত্তি কেনেন। সেই জমিতে নারকেলগাছ রয়েছে। সাহাজ উদ্দিন জোর করে সেই নারকেলগাছ দখলে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি নিয়ে সম্প্রতি আদালতে মামলা হয়েছে। পরে ইউনিয়ন পরিষদে বসে এর মীমাংসা হয়েছে।
আবু সাইদ বলেন, ‘শালিসে আমাকে এক শতক জমি দেওয়ার সিদ্ধান্ত হয়। আমি সাহাজ উদ্দিনকে কিছু টাকাও দিয়েছি। বৃহস্পতিবার সকালে নারকেল পাড়তে গেলে সাহাজের বউ বাধা দেন। একপর্যায়ে ওই মহিলা আমার জামাতা আল আমিনের গায়ে হাত তোলে। তখন আমার জামাই মহিলাকে ধাক্কা দিলে সে পড়ে গিয়ে আঘাত পায়। পরে সাহাজকে খবর দিলে সে ও তার ছেলে রাশেদ ধারালো অস্ত্র এনে আমার স্ত্রী, শাশুড়ি ও আমাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।’
এদিকে হাসপাতালে ভর্তি সাহাজ উদ্দিন বলেন, ‘যেই জমি নিয়ে দ্বন্দ্ব সেই জমি ভাই আইনুদ্দিনের কাছ থেকে ১০-১৫ বছর আগে আমি ৮০ হাজার টাকায় কিনেছিলাম। পরে আমাকে সেই জমি রেজিস্ট্রি করে না দিয়ে উল্টো আবু সাইদের কাছে আবার বিক্রি করে দেয়।’
সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ বলেন, ‘ওদের একটা জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। সম্প্রতি শালিসে তা মীমাংসা করে দেওয়া হয়েছে। আজ ওই জমিতে যাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।’
মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন বলেন, ‘বিষয়টি আমাকে জানানোর পর তাদের হাসপাতালে ভর্তি হতে বলেছি। পরে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here