যশোরের মনিরামপুর ও কেশবপুরে কোরবানির গোশতে আল্লাহ নাম ॥ অসংখ্য মানুষের ভীড়

0
601

ডি এইচ দিলসান : যশোরের মনিরামপুর এবং কেশবপুরে কোরবানির গোশতে আল্লাহ নাম দেখা গেছে। আল্লাহর নামটি দেখার জন্য অসংখ্য মানুষ ভীড় জামাচ্ছে।
জানাগেছে, উপজেলার মৃত সাহেব আলী মোল্যার ছোট পূত্র ইতালী প্রবাসী জহুরুল ইসলাম মোল্যা কোরবানি দেওয়ার জন্য প্রায় ২ লাখ টাকা মূল্যের একটি গরু ক্রয় করেন। বৃহৎ আকৃতির ঐ গরুটি দেখার জন্য ভরত ভায়না গ্রাম-সহ পাশ্ববর্তী গ্রামের অসংখ্য মানুষ ভীড় জমায়। ২২ আগস্ট সকালে ঈদের নামাজ শেষে জহুরুল ইসলাম মোল্যা গরুটি কোরবানি করেন। ঐদিন দুপুরে কোরবানির গোশত রান্না করার সময় আল্লাহ নাম লেখা একটি গোশত হাড়িতে ভেসে ওঠে। জহুরুল ইসলাম মোল্যা আল্লাহর নাম লেখা গোশটি রান্না না করে সংরক্ষণ করেন। পরে গোশতে আল্লাহর নামটি দেখার জন্য বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য মানুষ ভীড় জামাচ্ছে।
অন্যদিকে মনিরামপুরের পোড়াডাঙ্গা গ্রামের গাজি পাড়ায় কাশেম আলীর স্ত্রীও যখন মাংশ রান্না করছিলো তখন একটি মাংশ ভেসে উঠে। ওই মাংশটির একপাশে আল্লাহ এবং অপর পাশে মোহাম্মাদ নাম লেখা পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here