যশোরে এক গৃহবধূ খুন ॥ক্লু উদঘাটন হয়নি

0
453

বিশেষ প্রতিনিধি : সদর উপজেলার কিসমত নওয়াপাড়া হাইওয়ে মডেল টাউন আবাসিক এলাকার এক বাড়িতে কল্পনা বেগম (৩৭) নামে এক গৃহবধূ খুন হয়েছে। ঘটনাটি ২৪ আগষ্ট শুক্রবার বিকেলে। এ ঘটনায় নিহত বধূর ভাই শফিকুল ইসলাম বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় রুবেল নামে এক যুবকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ হত্যাকান্ডের ক্লু উদঘাটন করতে পারেনি।
যশোরের চৌগাছা উপজেলার কাকুড়ীয়া নওদাপাড়ার আব্দুস সাত্তারের ছেলে শফিকুল ইসলাম বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,তার বোন কল্পনা বেগম সদর উপজেলার কিসমত নওয়াপাড়া হাইওয়ে মডেল টাউন আবাসিক এলাকার আনিচুর রহমানের বাড়ির নীচতলার পূর্ব পার্শ্বে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। কল্পনা বেগমের দুই মেয়ে মেহেজাবিন পলাশ উষা (১৪) ও অধরা পলাশ তৃষা (১০) মায়ের সাথে থাকতো। মেহেজাবিন পলাশ উষা ও অধরা পলাশ তৃষা তার মামাকে জানায়, রুবেল নামে এক যুবক ২৩ আগষ্ট বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় কল্পনা বেগমের বাসায় ফালুদা নিয়ে আসে। উক্ত ফালুদা রুবেল ও কল্পনা বেগম না খেয়ে দুই বোনকে খেতে দেয়। উক্ত ফালুদা খেয়ে দুই বোনের বমি বমি ভাব আসার এক পর্যায় তৃষা বেশী অসুস্থ্য হয়ে পড়ে। তৃষাকে উষা গোসল করিয়ে দেয়। পরে তারা দুই বোন মায়ের সাথে এক সাথে ঘুমিয়ে পড়ে। পরের দিন ২৪ আগষ্ট শুক্রবার উষা ও তৃষা ঘুম থেকে সকালে উঠে তাদের কক্ষে অবস্থান করে। তখন কল্পনা ও রুবেল পাশের কক্ষে দরজা বন্ধ করে অবস্থান করে। ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬ টায় রুবেল রুম থেকে বের হয়ে তৃষাকে ডাক দিয়ে বলে তোমার আম্মু ডাকছে। তৃষা আসার সাথে সাথে রুবেল রাইচ কুকারের তার দিয়ে তৃষার গলায় পেচিয়ে হত্যার চেষ্টা করে।তৃষা চিৎকার দিলে বড় বোন উষা এগিয়ে আসলে রুবেল উষার গলা চাপ দিয়ে ধরে তৃষা চিৎকার দিলে উষাকে একটি ঘুষি মেরে রুবেল দৌড়ে পালিয়ে যায়। তখন দুই বোন দৌড়ে তার আম্মুর কক্ষে গিয়ে দেখে খাটের উপর কল্পনা বেগম ওড়না পেচানো অবস্থায় রক্তাক্ত পড়ে আছে। রুবেল কল্পনা বেগমকে শুক্রবার ২৪ আগস্ট বিকেল ৫ টা হতে সন্ধ্যা সাড়ে ৬ টার মধ্যে সেলাই রেঞ্জ দিয়ে মাথায় তিনটি আঘাত করে গলায় ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর এক জোড়া কানের দুল,স্বর্ণের গলার চেইন, একটি মোবাইল ফোন নিয়ে দ্রুত সটকে পড়ে। কল্পনা বেগমের বোনের ছেলে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাতানগাছী গ্রামের নুর হোসেনের ছেলে হৃদয়ের মাধ্যমে রুবেলের সাথে পরিচয়। রুবেল হোসেন যশোর সদর উপজেলার পুলেরহাট মন্ডলগাতি গ্রামের বর্তমানে শহরের মনিহার ভিসা অফিসের পাশে মৃত তরিকুল ইসলামের ছেলে। হত্যাকান্ডের পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হৃদয়কে হেফাজতে নিয়েছে। হৃদয় যশোর বিটিসিএল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। একটি সূত্র বলেছে,কল্পনা বেগম হৃদয়কে রুবেল নামে যুবককে তার বাড়িতে আনার জন্য কয়েকদিন পূর্বে বলে। হৃদয় রুবেলকে খালার কথামতো উক্ত ভাড়া বাড়িতে নিয়ে আসে। শুক্রবার রাতে পুলিশ গৃহবধূ কল্পনা বেগমের লাশ উদ্ধার করে শনিবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ময়না তদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ রুবেল হোসেনকে গ্রেফতার করতে পারেনি। তবে অভিযান অব্যাহত রয়েছে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here