যশোরে উৎসবের আমেজের মধ্যে দিয়ে বড়দিন উদযাপন

0
311

বিশেষ প্রতিনিধি : যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে যশোর উদযাপিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। মঙ্গলবার রাতে গীর্জায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড় দিনের আনুষ্ঠানিকতা। বুধবার দিনভর বাড়িতে বাড়িতে বইছে উৎসবের আমেজ।
রাত ১১টার পর স্থানীয় ক্যাথলিক গীর্জায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড় দিনের আনুষ্ঠানিকতা। প্রথমে শহরের ক্যাথলিক গীর্জার ফাদার জন গোপাল বিশ্বাস বাইবেল পাঠ ও অনুসারীদের উপদেশ প্রদান করেন। একই আনুষ্ঠানিকতা চলে জেলার ১০০ গীর্জায়। এরপর চলে এক অপরের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময়ের পালা। শুভ রাতের শুভ এ মুহূর্তে যীশুর দ্বিতীয় আগমনকে স্মরণ করতে ফাদাররা সাক্রামেন্ট ও দ্রাক্ষরস পান করান। সবশেষে কেক কেটে যীশুর জন্মক্ষণ স্মরণ করা হয়। খ্রীস্টান ধর্মাবলম্বীরা মনে করেন, যীশুর বাণী, ‘প্রতিবেশীকে প্রেম কর’ পালন করার মধ্য দিয়ে তাকে সবচেয়ে বশি স্মরণ করা যেতে পারে। এদিকে, বিশ্ব মঙ্গল কামনাসহ স্বজনদের নানাভাবে আপ্যায়িত করার মধ্য দিয়ে এই শুভদিনে মেতে উঠেছেন যীশুর ভক্তরা। পহেলা জানুয়ারি পর্যন্ত বড়দিনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান খ্রিস্টান ধর্মাবলম্বীরা।