যশোরে একই রাতে দোকানে ও গোডাউনে চুরির অভিযোগে দু’জন গ্রেফতার

0
276

বিশেষ প্রতিনিধি: সদর উপজেলার রামনগর বিহারী ক্যাম্প পিকনিক কর্ণারের আশপাশ এলাকায় মুদী দোকানে গোডাউন থেকে টিন চুরি হয়েছে। চুরির সাথে জড়িত অভিযোগে স্থানীয় লোকজনের সহায়তায় রনি হোসেন নামে এক চোরকে ধরে পুলিশে সোপর্দ করেছে। সে সদর উপজেলার রামনগর পান্নুর বাড়ির পাশে মৃত ইউসুফের ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হলে পুলিশ রনি হোসেনকে রোববার ৭ জুন আদালতে সোপর্দ করেছে।
সদর উপজেলার রামনগর বিহারী ক্যাম্প (পিকনিক কর্নার) সরোয়ার উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম বাদি হয়ে শনিবার বিকেলে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,গত ৫ জুন সন্ধ্যা ৭ টায় তিনি তার রামনগর বিহারী ক্যাম্প বাজারে তার মুদী দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। পরেরদিন ৬ জুন শনিবার সকাল সাড়ে ৭ টায় দোকানে এসে দেখেন দোকানের জানালা ভাঙ্গা। দোকানের মধ্যে ক্যাশ ড্রয়ার ভাঙ্গা। ক্যাশ বাক্স হতে নগদ ১২শ’ টাক ও একই দিন দিবাগত রাতে বকচর হুশতলার শহিদুল ইসলামের ছেলে শাহেদ আলীর নির্মানাধীন গোডাউনের মধ্যে ৮ফুট লম্বা ৬টি টিন যার মূল্যে ১৫শ’ টাকা নাই। সাইফুল ইসলাম দায়েরকরতৃ এজাহারে বলেছেন, চুরির পূর্বে দোকানের আশপাশ এলাকায় রনি নামে উক্ত যুবককে দেখা গেছে। পরবর্তীতে স্থানীয় লোকজন রনি হোসেনকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করে।#