যশোরে প্রকাশ্যে যুবককে অপহরণ পূর্বক মারপিট টাকা মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে মামলা

0
429

বিশেষ প্রতিনিধি : জমিজায়গা নিয়ে বিরোধের সূত্র ধরে সন্ত্রাসীরা বাহারুল ইসলাম (২৩) নামে এক যুবককে গতিরোধ করে অপহরণপূর্বক মারপিট পূর্বক নগদ টাকা মোবাইল ও বাইসাইকেল ছিনিয়ে নিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত যুবকের পিতা বাদি হয়ে শনিবার ৬ জুন রাতে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছে। মামলায় আসামী করেছে যশোর সদর উজেলার বাউলিয়া পূর্ব পাড়ার আব্দুর গাজীর ছেলে সজিব ও মৃত আবুল গাজীর ছেলে আব্দার গাজীসহ অজ্ঞাতনামা ৪/৫জন।
সদর উপজেলার বাউলিয়া পূর্ব পাড়ার মৃত সদর আলী মোল্যার ছেলে খায়রুল মোল্যা বাদি হয়ে শনিবার রাতে কোতায়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, সজিব ও আব্দার গাজীর সাথে জমি জায়গা নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছিল। আসামীরা খুন জখমের হুমকী ও ক্ষতি সাধন করার জন্য ষড়যন্ত্র করতে থাকে। গত ৩ জুন সকালে খায়রুল ইসলামের ছোট ছেলে বাহারুল ইসলাম বাইসাইকেল যোগে বাড়ি হতে শহরের দিকে আসছিল। সকাল ৮ টায় নীলগঞ্জ ব্রীজের উপর পৌছালে উক্ত আসামীসহ সহযোগী আসামীরা বাহারুল ইসলামের সাইকেলের গতিরোধ করে। পরে একটি ইজিবাইকে তুলে শহরের শংকর পুর সন্যাসী দিঘীর পাড় এলাকায় নিয়ে যায়। সেখানে নিয়ে এলোপাতাড়ীভাবে মারপিট পূর্বক কাছে থাকা নগদ উক্ত টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় বাহারুল ইসলামকে উদ্ধার পুর্বক যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।#